দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত,৩৭০ নিয়ে কেন্দ্রকে পূর্ণ সমর্থন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার
Last Updated:
'জম্মু-কাশ্মীর ও লাদাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে ও কেন্দ্রের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি', ট্যুইট করেছেন সিন্ধিয়া ।
#নয়াদিল্লি: কেন্দ্রের জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বিভক্ত বিরোধীপক্ষ। ক্ষোদ কংগ্রেসের মধ্যেই দ্বিমতের সৃষ্টি হয়েছে। আজ লোকসভায় যেমন কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি, এবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করে ট্যুইট করেছেন কংগ্রেসের প্রথম সারির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
'জম্মু-কাশ্মীর ও লাদাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়েছে ও কেন্দ্রের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি', ট্যুইট করেছেন সিন্ধিয়া । ভারতের মধ্যে লাদাখ ও জম্মু-কাশ্মীরের অন্তর্ভুক্তিকরণের সিদ্ধান্তে কেন্দ্রকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সিন্ধিয়া ।
I support the move on #JammuAndKashmir & #Ladakh and its full integration into union of India.
Would have been better if constitutional process had been followed. No questions could have been raised then. Nevertheless, this is in our country’s interest and I support this. — Jyotiraditya M. Scindia (@JM_Scindia) August 6, 2019
advertisement
advertisement
পাশাপাশি তিনি জানিয়েছেন সঠিক সাংবিধানিক পদ্ধতি মেনে ৩৭০ ধারা লোপ পেলে ভাল হত ও সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্নের অবকাশ থাকত না । 'তবুও এই সিদ্ধান্ত দেশের স্বার্থে নেওয়া হয়েছে ও এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই', বার্তা সিন্ধিয়ার ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2019 7:39 PM IST