নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালক মুক্তি পাচ্ছে রবিবার

Last Updated:

রবিবারই মুক্তি পাচ্ছে নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালক ৷ নাবালক মুক্তির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী ৷ কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুক্তির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট ৷

#নয়াদিল্লি: রবিবারই মুক্তি পাচ্ছে নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালক ৷ নাবালক মুক্তির সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী ৷ বিভিন্ন মহলেও এই নৃশংস অপরাধীর মুক্তির উপর স্থগিতাদেশ জারির দাবি উঠেছিল। কিন্তু এই সমস্ত আবেদন একপ্রকার উপেক্ষা করেই মুক্তির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল না দিল্লি হাইকোর্ট ৷
২০১২ সালে চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে মর্মান্তিক ভাবে ধর্ষণ করে ছ’জন যুবক ৷ তাদের মধ্যে বয়সে সব থেকে ছোট ছিল এই নাবালক ৷ ঘটনার সময় তার বয়স ১৮ বছরের কম ছিল বলে তিন বছরের জন্য জুভেনাইল কারাগারে বন্ধি রাখা হয়েছিল ৷ এখন তার বয়স ২১ ৷ এদিন সকালে নির্যাতিতার মা আশা দেবী জানান, ‘তাকে যদি জেল থেকে মুক্তি দেওয়া হয় সমাজের জন্য তা ভালো হবে না ৷ আর যদি তাকে ছেড়ে দেওয়াই হয় তাহলে সমাজের সামনে তার মুখ যেন দেখানো হয় ৷’এর আগে চলতি সপ্তাহে আশা দেবী জানিয়েছিলেন, ‘আমার মেয়ের নাম প্রাকাশ্যে নিতে আমি একদমই লজ্জিত নই ৷ যারা অপরাধ করেছে তাদের লজ্জা পাওয়া এবং নিজের নাম লুকানো উচিত ৷ আমার মেয়ের নাম জ্যোতি সিং ৷ ’
advertisement

advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালক মুক্তি পাচ্ছে রবিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement