দেশে ফিরে সুষমার সঙ্গে দেখা করবেন জুডিথ, বিমান বন্দরে সংবাদমাধ্যমকে নিষেধাজ্ঞা

Last Updated:

বাড়ি ফিরছেন জুডিথ ৷ এয়ার ইন্ডিয়ার ২৪৪ বিমানে করে শনিবার সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে আসছেন জুডিথ ৷

#নয়াদিল্লি: বাড়ি ফিরছেন জুডিথ ৷ এয়ার ইন্ডিয়ার ২৪৪ বিমানে করে শনিবার সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে আসছেন জুডিথ ৷ জুডিথের সঙ্গে থাকবেন ভারতীয় রাষ্ট্রদূত মনপ্রীত ভোরা ৷ নিরাপত্তার জন্যই দিল্লি বিমানবন্দরে সংবাদমাধ্যমের প্রবেশের ওপর নিষেধজ্ঞা আরোপ করা হল ৷ একমাত্র বিমান বন্দরে প্রবেশাধিকার পাবে নিউজ এজেন্সি ৷ শনিবার দিল্লিতে এসেই বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করবেন জুডিথ ডি’সুজা ও তাঁর পরিবার ৷
অবশেষে খোঁজ মিলল আফগানিস্তানে অপহৃত কলকাতার এন্টালির বাসিন্দা জুডিথ ডি’সুজার। তাঁকে উদ্ধার করা গিয়েছে বলে শনিবার ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। প্রায় ছ’সপ্তাহ আগে আফগানিস্তানে অপহৃত হন জুডিথ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খোঁজ মিলেছে তাঁর ৷ তিনি মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে আফগানিস্তানের ভারতীয় দূতাবাস সূ্ত্রে জানানো হয়েছে ৷ আজ শনিবারই তাঁকে দিল্লি উড়িয়ে আনা হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷
advertisement
পেশায় টেকনিক্যাল অ্যাডভাইজার জুডিথ গত মাসের ৯ তারিখ আফগানিস্তানের কাবুল থেকে অপহৃত হন। গত মাসের ১৫ তারিখ কাবুল থেকে কলকাতায় নিজের বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। জুডিথকে ঘরে ফেরাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যুইট করেন তাঁর ভাই। তাঁকে ফেরাতে সরকার সবরকমের ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয় ডি’সুজা পরিবারকে।
advertisement
অবশেষে সরকারের প্রয়াস স্বার্থক হল। জুডিথকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আজ বিদেশমন্ত্রী স্বয়ং ট্যুইট করে সুখবরটা দেন ৷ জুডিথকে উদ্ধারের জন্য আফগানিস্তান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুষমা স্বরাজ ৷ তিনি বলেন, ‘‘ আফগানিস্তানকে ধন্যবাদ, জুডিথ উদ্ধারে আমাদের তাঁরা সমস্তরকম সাহায্য করেছে ৷ জুডিথকে উদ্ধার করতে আফগান প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী ৷’’ জুডিথ ফিরে আসার খবরে স্বভাবতই খুশি তাঁর পরিবার ৷ সংবাদমাধ্যমের থেকেই প্রথমে খবরটা পান জুডিথের বাবা ৷ অপরদিকে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জুডিথের বোন অ্যাগনেস ডিসু’জা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দেশে ফিরে সুষমার সঙ্গে দেখা করবেন জুডিথ, বিমান বন্দরে সংবাদমাধ্যমকে নিষেধাজ্ঞা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement