তাঁর প্রয়াণ এখনও মেনে নিতে পারেনি দেশ... প্রয়াত শিল্পী জুবিন গর্গকে বিশেষ শ্রদ্ধা ভারতীয় রেলের
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
একটি বিশেষ ভিডিও সংকলনে প্রয়াত জুবিন গর্গের জীবনযাত্রার স্মরণীয় মুহূর্তগুলিও দেখানো হয়েছে। এনএফআরসিএ এবং এনএফআরডব্লিউডব্লিউ-এর সদস্যদের উপস্থাপনায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে ওঠে।
নয়াদিল্লি: প্রয়াত কিংবদন্তি অসমিয়া সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত হন তিনি। তাঁর অকাল মৃত্যুতে বিরাট শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও বলিউডে৷ সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, জুবিন কে বাঁচানো যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে মালিগাঁওয়ের মুখ্য কার্যালয়ে জুবিন গর্গের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ছিলেন দিগন্ত শর্মা, বিমান বড়ুয়া, ববিতা শর্মা এবং মানস হাজরিকা। রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তাঁদের সকলকেই সংবর্ধনা জানান। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মী এবং ইউনিয়ন প্রতিনিধিরাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেনারেল ম্যানেজার ওঁর ভাষণের মাধ্যমে প্রয়াত জুবিন গর্গের ভারতীয় সঙ্গীত পরিবেশন নিয়ে অনেক কিছু বলেন।
advertisement
advertisement
একটি বিশেষ ভিডিও সংকলনে প্রয়াত জুবিন গর্গের জীবনযাত্রার স্মরণীয় মুহূর্তগুলিও দেখানো হয়েছে। এনএফআরসিএ এবং এনএফআরডব্লিউডব্লিউ-এর সদস্যদের উপস্থাপনায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়ে ওঠে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 9:41 AM IST

