Joshimath Sinking Updates: উদ্ধারকাজে দেরি, যোশীমঠে বিপদ বাড়ছে আরও, এখন কেমন পরিস্থিতি

Last Updated:

Joshimath Sinking Live Update: পর্যাপ্ত পুনর্বাসন না থাকার অভিযোগ স্থানীয়দের একাংশের।

যোশীমঠ
যোশীমঠ
#যোশীমঠ: কার্যত জীবন মরণ সঙ্কট! আতঙ্ক কাটছে না যোশী মঠে। বিপজ্জনক বাড়িগুলিকে লাল কালি দিয়ে চিহ্নিত করার পরেও স্থানীয়রা ঘর ছাড়তে নারাজ। পর্যাপ্ত পুনর্বাসন না থাকার অভিযোগ স্থানীয়দের একাংশের। এক কামরার ঘরে গোটা পরিবারের আসবাব পত্র কীভাবে রাখা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এদিকে ফাটল বাড়ছে বাড়িগুলিতে। এসবের মধ্যেই মঙ্গলবার সকাল ১১টা থেকে সবচেয়ে বিপজ্জনক চিহ্নিত হওয়া কয়েকটি হোটেল ভাঙার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে তা শুরু করা যায়নি। ৬৭৮টি বাড়ি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।  এদিকে, আগামী ১৬ই জানুয়ারি যোশী মঠ মামলা শুনবে সুপ্রিমকোর্ট। শুনানির দিন ধার্য করতে গিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, মামলাকারী অন্য কোন সংস্থার কাছেও আবেদন করতে পারেন।
advertisement
যোশীমঠে তৎপরতার সঙ্গে কাজ করছে সরকার। একদিকে যখন যোশীমঠে ৬০০টির বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে, তখন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নারাজ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, "মানুষের বাসস্থান কতটা হয়, সবার বোঝা উচিত। আচমকা আমাদের সরে যেতে বলা হচ্ছে কিন্তু আমরা কোথায় যাব! ঘর পরিবারের সমস্ত জিনিস নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই। অস্থায়ীভাবে যেখানে থাকার কথা বলা হচ্ছে। সেটি একটা কামরা মাত্র। সেখানে পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে থাকা এবং ঘরের আসবাবপত্র নিয়ে যাওয়া মোটেই সম্ভব নয়। তাই যত বিপদ হোক প্রশাসনের উচিত আগে সঠিক বন্দোবস্ত করা।"
advertisement
advertisement
সব মিলিয়ে কার্যত অসহায় যোশীমঠের কয়েক হাজার মানুষ। ঠিক ছিল, মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডের যোশীমঠে বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু হতে চলেছে। প্রথমে ভাঙা হবে বিপজ্জনক হোটেলগুলি। কিন্তু স্থানীয় মানুষের অসহযোগিতায় নির্দিষ্ট সময়ের পরেও শুরু করা যায়নি হোটেল ভাঙার কাজ। স্থানীয় প্রশাসন জানাচ্ছে এই এলাকার হোটেল এবং ঘরগুলি ভাঙা হবে বুলডোজার দিয়ে। কোন বিস্ফোরক ব্যবহার করা হবে না।
advertisement
এ দিকে, আজ যোশীমঠ পরিদর্শনে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি দল। রুড়কির সিবিআরআই-এর তত্ত্বাবধানে বাড়ি ভাঙার কাজ শুরু হবে। গতকাল যোশীমঠ পরিদর্শন করেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি দল। পরিস্থিতির উপরে নজর রাখছেন ভূবিজ্ঞানীরা।
advertisement
যোশীমঠের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার পাশাপাশি সুপারিশ দেবেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যোশীমঠের আসন্ন বিপদ সম্পর্কে অনেক আগেই সতর্ক করেছিলেন ভূবিজ্ঞানীরা। যদিও তাঁদের সতর্কবার্তায় আমল দেওয়া হয়নি সেই সময়ে।
রাজীব চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Joshimath Sinking Updates: উদ্ধারকাজে দেরি, যোশীমঠে বিপদ বাড়ছে আরও, এখন কেমন পরিস্থিতি
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement