Joshimath Case: যোশীমঠের পর এবার কর্ণপ্রয়াগে বাড়িতে ফাটল, ছবি দেখলে ভয় লাগবে!

Last Updated:

উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগের বহুগুনা নগরের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।

কর্ণপ্রয়াগের বাড়িতে ফাটল
কর্ণপ্রয়াগের বাড়িতে ফাটল
নয়াদিল্লি : যোশীমঠের আতঙ্কের মধ্যেই একইরকম পরিস্থিতি তৈরি হল কর্ণপ্রয়াগে। উত্তরাখণ্ডের কর্ণপ্রয়াগের বহুগুনা নগরের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এলাকা ছেড়ে চলে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছেন সেখানকার বাসিন্দারা।
এদিকে যোশীমঠের পরিস্থিতি নিয়ে শোরগোল। এনডিএমএ-জানিয়েছে কোনও সরকারি প্রতিষ্ঠান সংবাদমাধ্যমে বা সামাজিক মাধ্যমে যোশীমঠ নিয়ে পোস্ট বা বিবৃতি দিতে পারবে না। এনডিএমএ-এর দাবি, এর ফলে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে। যোশীমঠ নিয়ে একদিন আগেই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে ইসরো। ২৫ দিনে দেবভূমির এই গুরুত্বপূর্ণ শহরটি ৫.৪ সেন্টিমিটার বসে গিয়েছে বলে জানিয়েছে ইসরো।
আরও পড়ুন: কলকাতায় চিকেন পক্সে আক্রান্তের মৃত্যু, এক মাসে এ নিয়ে ৬ জন!
সরকারি দফতরগুলিকে পাঠানো সেই চিঠিতে এনডিএমএ উল্লেখ করেছে, "দেখা যাচ্ছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তথ্য তুলে ধরছে। এমনকী পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে নিজেদের মতামত দেওয়া হচ্ছে। এর ফলে শুধুমাত্র ভুক্তভোগী নয়, দেশের মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে।" গত ১২ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে বিষয়টি তোলা হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ। তারা জানিয়েছে, যোশীমঠের পরিস্থিতি বোঝার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
এদিকে যোশীমঠের পরিস্থিতি নিয়ে শোরগোল। শনিবার এন ডি এম এ রীতিমতো উষ্মা প্রকাশ করে প্রশ্ন তুলেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো সংবাদমাধ্যমে বা সামাজিক মাধ্যমে যোশীমঠ নিয়ে তথ্য তুলে ধরছে কেন ? ইসরোর দেওয়া তথ্য পোস্ট করা বা বিবৃতি দেওয়া হচ্ছে কেন? এনডিএমএ-এর দাবি, এর ফলে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে। যোশীমঠ নিয়ে একদিন আগেই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে ইসরো। ১২ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে বিষয়টি তোলা হয়েছে বলে জানিয়েছে এনডিএমএ। তারা জানিয়েছে, যোশীমঠের পরিস্থিতি বোঝার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
advertisement
রাজীব চক্রবর্তী
বাংলা খবর/ খবর/দেশ/
Joshimath Case: যোশীমঠের পর এবার কর্ণপ্রয়াগে বাড়িতে ফাটল, ছবি দেখলে ভয় লাগবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement