পাঠানকোট হামলা: পাক প্রধানমন্ত্রীকে কেরির ফোন

Last Updated:

পাঠানকোটে জঙ্গি হামলার তদন্তে পাকিস্তানের উপর চাপ বাড়াল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভারতে বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তের বিষয়ে শুক্রবার রাতে নওয়াজ শরিফকে ফোন করেন মার্কিন সচিব জন কেরি। জবাবে শরিফ জানান দ্রুতগতিতে সত্য বের করে আনার প্রতিশ্রুতি দেন ৷ পাশাপাশি স্বচ্ছ পদ্ধতিতে তদন্ত চালাবেন বলেও আশ্বাস দেন তিনি ৷

#ওয়াশিংটন: পাঠানকোটে জঙ্গি হামলার তদন্তে পাকিস্তানের উপর চাপ বাড়াল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভারতে বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তের বিষয়ে শনিবার রাতে নওয়াজ শরিফকে ফোন করেন মার্কিন সচিব জন কেরি। জবাবে শরিফ দ্রুতগতিতে সত্য বের করে আনার প্রতিশ্রুতি দেন ৷ পাশাপাশি স্বচ্ছ পদ্ধতিতে তদন্ত চালাবেন বলেও আশ্বাস দেন তিনি ৷
একটি বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, তদন্ত এগিয়ে নিয়ে যেতে ও সত্যিটা সামনে আনতে মার্কিন সরকারের তরফে সব ধরনের সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেরি ৷ ভারতে গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে দাবি করা হয়েছে পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার সঙ্গে যোগ রয়েছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর। তার মাঝেই মার্কিন সচিবের ফোন পাকিস্তানের উপর চাপ বাড়াবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷ অন্যদিকে, ভারতের তরফে জানানো হয়েছে পাকিস্তান এই বিষয়ে দ্রুত পদক্ষেফ না নিলে ঊভয় দেশের সচিবদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক আপাতত স্থগিত রাখা হবে ৷ কেরি অবশ্য জানিয়েছেন দু’দেশের মধ্যে জঙ্গি হামলা ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলে আশাবাদী মার্কিন সরকার ৷  তিনি আরও বলেন সময় এসে গিয়েছে যখন জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে পাকিস্তানকে আরও কড়া হতে হবে ৷  চলতি মাসের ২ তারিখ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। পাঠানকোটে জঙ্গি হামলায় শহীদ হয়েছেন সাত ভারতীয় জওয়ান ৷ খতম করা হয়েছে ছয়জন জঙ্গিকেই ৷ কিন্তু কোনও জঙ্গি সংগঠনের জন্য ভারত-পাক শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে না বলেই আশাবাদী মার্কিন সরকার ৷ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধন সম্ভব বলে জানান কেরি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঠানকোট হামলা: পাক প্রধানমন্ত্রীকে কেরির ফোন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement