ছেলে আমাদের ভুল করেনি’, কানহাইয়ার পাশে গোটা গ্রাম
Last Updated:
বিহারের গ্রাম বেগুসারাই ৷ দিল্লি পুলিশের হেফাজতে থাকা জেএনইউ-এর ছাত্র পরিষদেক প্রেসিডেন্ট কানাইহা কুমারের গ্রাম ৷ এই গ্রাম থেকেই দিল্লিতে পড়তে তাঁর পড়তে আসা ৷ কানাইহার পরিবারসহ গোটা বেগুসারাই গ্রাম এখন তাঁর পাশে ৷
#নয়াদিল্লি: বিহারের গ্রাম বেগুসারাই ৷ দিল্লি পুলিশের হেফাজতে থাকা জেএনইউ-এর ছাত্র পরিষদেক প্রেসিডেন্ট কানাইহা কুমারের গ্রাম ৷ এই গ্রাম থেকেই দিল্লিতে পড়তে তাঁর পড়তে আসা ৷ কানাইহার পরিবারসহ গোটা বেগুসারাই গ্রাম এখন তাঁর পাশে ৷ দেশদ্রোহিতার অভিযোগে পুলিশের হেফাজতে গ্রামে ছেলে ৷ পাশে তো থাকতেই হবে ৷ আর গোটা গ্রাম জুড়ে একটাই স্লোগান, ‘ছেলে আমাদের ভুল করেনি ৷ রাজনীতির পাশাখেলায় গুটি হয়েছে কানাইহা !’
বামপন্থী চিন্তাভাবনা নিয়েই বড় হয়েছে কানাইহা ৷ তার ওপর বেগুসারাই গ্রাম ‘লেনিনগার্ড’ নামে জনপ্রিয় ৷ এরকম পরিবেশে কানাইহার সঙ্গে থাকাটাই স্বাভাবিক গোটা গ্রামের ৷ শুধু গেরুয়া রাজনীতির সমালোচনা নয়, কানাইহার পাশে থাকতে দরকারে বিক্ষোভে যাবে গ্রামের মানুষ, তাও স্পষ্টই জানিয়েছে গোটা বেগুসারাই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2016 5:53 PM IST