আসানসোল: কম্বল বিতরণ-কাণ্ডে তিন জনের মৃত্যুর ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ ডিডি অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্ট এই বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, রাজ্য পুলিশের বিশেষ বিভাগের কর্তারা দিল্লি থেকে গ্রেফতার করেছেন জিতেন্দ্র তিওয়ারিকে। দিল্লির যমুনা এক্সপ্রেসওয়েতে রাজ্য পুলিশের ডিডি'র আধিকারিকদের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালে বিজেপির পক্ষ থেকে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিবচর্চা নামের ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। যার অন্যতম আয়োজক ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি। এক মৃতের পরিবারের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিতেন্দ্র তিওয়ারি এবং তার স্ত্রীকে।
আরও পড়ুনঃ সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন, মালদহ থেকে ছুটবে মুম্বই, জানুন সময়সূচি
অন্যদিকে, তাঁদের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কর্তারা। সেই সময়ে তাঁরা বাড়িতে ছিলেন না। তারপর আজ শনিবার জিতেন্দ্র তিওয়ারিকে দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jitendra Tiwari