হোম /খবর /দেশ /
জিও -র সঙ্গী স্যামসং,এবার 5G-র হাত ধরে আরও ডিজিটাল হওয়ার পথে ভারত

জিও -র সঙ্গী স্যামসং,এবার 5G-র হাত ধরে আরও ডিজিটাল হওয়ার পথে ভারত

Photo- File

Photo- File

জিও ও স্যামসাং নিজেদের 5G ও LTE -র কম্বো দেখাল IMC 2019 দেখানো হল

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: জিও ও স্যামসাং নিজেদের  5G ও LTE -র কম্বো দেখাল IMC 2019 দেখানো হল ৷ এই দুই সংস্থা নিজেরা যে একে অপরের সঙ্গে এগিয়ে চলেছিল সেই পথে আরও এগিয়ে যাচ্ছে ৷ রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং স্যামসং ইলেট্রনিক্স নিয়ে এল নেক্সট জেনারেশন টেকনোলজি ৷ ২০১৯ মোবাইল কংগ্রেস যা সারা ভারত তথা দক্ষিণ এশিয়ার সেরা টেকনোলজি ইভেন্টের অন্যতম ৷ ১৪ থেকে ১৬ তারিখ অবধি এই মোবাইল কংগ্রেস চলছে ৷ স্যামসঙের সঙ্গে পার্টনারশিপে জিও পৃথিবীর সবচেয়ে বড় গ্রিনফিল্ড এবং সব আইপি বেসড 4G LTE network ৷ যা মোট ৩৪০ মিলিয়ন  LTE  উপভোক্তাকে পরিষেবা দেওয়া হয় এদের পক্ষ থেকে অগাস্ট ২০১৯ এর হিসেবে দেওয়া হল ৷ নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হতে চলেছে 5G NSA মোডে ৷ উন্নত প্রযুক্তির 4G LTE এবং  5G টেকনোলজি কম্বিনেশনে ডুয়াল কানেকটেড মোডে এই কাজ হবে ৷

    এতে দেখা যাচ্ছে নতুন প্রযুক্তি কেমনভাবে আধুনিক প্রযুক্তি গ্রাহকদের, এন্টারপ্রাইজ ও সমাজকে উন্নত পরিষেবা দেবে ৷ ‘ যে অভাবনীয় ডেটা -র বৃদ্ধি ও মোবাইল ও ইন্টারনেটে পরিষেবার যে বিপ্লব Jio নিয়ে এসেছে তা একদম মূল থেকে ভারতীয়দের জীবন বদলে গেছে  ৷’Reliance Jio Infocomm Ltd -র পক্ষ থেকে জানিয়েছে প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন ৷‘আমরা জিও আমরা আমাদের কো পার্টনার Samsung-র সঙ্গে ভারতকে টেকনোলজিক্যাল গ্রোথে সাহায্য করছি ৷ সমস্ত 4G এবং সমস্ত আইপি পরিষেবা , এন্ড টু এন্ড ফাইবার 5G এবং  IoT ইকোসিস্টেম নিয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির প্ল্যাটফর্মের দিকে ৷ ’

    এই ডিজিটাল প্ল্যাটফর্মের সবমস্ত ভারতীয়কে স্বপ্ন দেখাচ্ছে আমাদের ব্যবসা এবং সামনে আসতে থাকা ডিজিটাল সমাজ যে একেবারে ফান্ডামেন্টাল ডিজিটাল অর্থনীতি এগিয়ে যাওয়ার দিকে ৷ যা ভারতকে ডিজিটাল স্বাধীনতা দেবে ৷

    তাদের এই পদক্ষেপ 5G যুগের সূচনা করবে আশাবাদী  Samsung Electronics-র বিজনেস হেড  পল কিংহুন চিয়ুন ৷ তিনি আরও জানিয়েছেন স্যামসং জিও -র সঙ্গে নেক্সট জেনারেশন ইনোভেশন পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর ৷ যা ৫ জি ডিজিটাল করে ভারতকে ডিজিটাল ভারত হওয়ার দিকে এগিয়ে দেবে ৷ স্যামসং নেটওয়ার্কের ৫ জি পোর্টফোলিওতে থাকবে ৩.৫ GHz  সলিউশান  থাকবে ৷ যাতে ম্যাসিভ MIMO Unit , যেটা ২৮ GHz অ্যাকসেস ইউনিট ও সিপিই ডিভাইস থাকবে ৷ এতে ভার্চুয়াল রেডিও অ্যাকসেস দেবে ৷ এর ডেমোনস্ট্রেশনে ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল লেকচার জিও-র রিলায়েন্স কর্পোরেট পার্ক মুম্বইয়ে রয়েছে ৷ Galaxy S10 5G ফোনে এই পরিষেবা নিয়ে আসছে স্যামসাং ৷

    আরও দেখুন

    First published:

    Tags: Digital India, Jio, SamSung