মোদি-ই কী ২১ শতকের বিশ্ব সেরা অভিনেতা?
Last Updated:
না এ কোনও সমীক্ষায় উঠে আসা ফলাফল নয় ৷ বরং দলিত ইস্যুতে ফের কটাক্ষের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
#নয়াদিল্লি: না এ কোনও সমীক্ষায় উঠে আসা ফলাফল নয় ৷ বরং দলিত ইস্যুতে ফের কটাক্ষের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দলিতদের অধিকার রক্ষায় মোদির দেওয়া প্রতিশ্রুতিকে রীতিমতো অভিনয় বলে কটাক্ষ করলেন জিগনেশ মেবানি ৷ সম্প্রতি ট্যুইট করে মোদিকে বিশ্ব সেরা ‘অভিনেতা’ বলে সম্বোধন করেন জিগনেশ৷
ট্যুইটে জিগনেশ লিখলেন, ‘নস্ট্রাদামুস গণনা করে বলেছিলেন, একবিংশ শতকে বিশ্বের সেরা অভিনেতার পুরস্কার জিতবে ভারত ৷’
তবে শুধুই ট্যুইট করে ক্ষান্ত হননি জিগনেশ, ট্যুইটের সঙ্গে পোস্ট করেছেন নরেন্দ্র মোদির বেশ কয়েকটি বক্তৃতার ভিডিও ৷
advertisement
দলিত বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র। আজ দলিত সংগঠনের ডাকে বনধ চলছে। থমথমে মুম্বই, পুনেসহ রামাবাঈ কলোনি। কড়া নিরাপত্তা ঘাটকোপার, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। থানেতে ট্রেন আটকানোর চেষ্টা বনধ সমর্থকদের ৷ রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়। কোলাপুরে বেসরকারি বাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। অশান্তি এড়াতে থানেতে ১৪৪ ধারা জারি রয়েছে।
advertisement
দলিত বিক্ষোভের আঁচ পড়েছে মুম্বইতেও। বন্ধ সমস্ত স্কুল। ডাব্বাওয়ালাদের পরিষেবা বন্ধ। ঝুঁকি নিয়ে বাস চালাতে নারাজ মুম্বই স্কুল বাস ওনার্স অ্যাসোসিয়েশন। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই বাস না চালানোর সিদ্ধান্ত স্কুল বাস মালিক সংগঠনের। পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে তার জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ কর্নাটক-মহারাষ্ট্র আন্তঃ রাজ্য বাস চলাচল বন্ধ ৷ মুম্বইয়ে বন্ধ অটো চলাচলও ৷ বন্ধ করে দেওয়া হল মেট্রো পরিষেবাও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2018 2:04 PM IST