দুর্দিনেও পরিযায়ী শ্রমিকদের সন্তানদের মুখে হাসি ফোটাতে খেলনা উপহার পুলিশের
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ঝাঁসি পুলিশ রাজ্যের সীমান্ত বরাবর একের পর এক শিবির তৈরি করেছে, যেখান থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে সাহায্য তুলে দেওয়া হচ্ছে।
#ভোপাল: পরিযায়ী শ্রমিকেরা তীব্র অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। তাঁদের পরিবার লড়ছে এক অন্যরকম লড়াই। কিন্তু সেই লড়াইয়ে কিছু না বুঝেও যে সমান অংশীদার এই পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানেরা। তাই তাঁদের মুখে হাসি ফোটাতে ব্যবস্থা নিল মধ্যপ্রদেশ পুলিশ। ঝাঁসিতে পুলিশের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিক পরিবারের হাতে মাস্ক তুলে দেওয়া পাশাপাশি, খেলনা তুলে দেওয়া হল শ্রমিক পরিবারের সন্তানদের হাতে।
ঝাঁসি পুলিশ রাজ্যের সীমান্ত বরাবর একের পর এক শিবির তৈরি করেছে, যেখান থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে সাহায্য তুলে দেওয়া হচ্ছে। পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে যাঁরা এসে পড়েছেন, তাঁদের সামান্য সাহায্যের চেষ্টা করছে পুলিশ। আর সেই পরিকল্পনার অংশ হিসাবেই উত্তরপ্রদেশ–মধ্যপ্রদেশ সীমান্তে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের হাতেও তুলে দেওয়া হল খেলনা।
advertisement
Kudos to @jhansipolice that brought precious smiles on the faces of little children of migrant workers to whom they gifted toys. Tiny tots forgot the scorching heat of 43 degree Celsius. What a wonderful gesture by our police forces.Combining masks with toys for mother & child ! pic.twitter.com/hYEkQeLeYf
— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 24, 2020
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই ভাইরাল হয়েছে। ট্যুইট করেছেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি লিখেছেন, সাবাশ ঝাঁসি পুলিশ, আপনারা ওই ছোট্ট শিশুদের মুখে পবিত্র হাসি ফিরিয়ে দিলেন।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 8:06 AM IST