Ahmedabad News: লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে সোনা লুটের চেষ্টা মহিলা চোরের, কষিয়ে ১৮ চড় দোকান মালিকের! দেখুন ভিডিও

Last Updated:

ভিডিও-তে দেখা গিয়েছে, দরজা খুলে সোনার দোকানে ঢুকে দোকানদারের উল্টো দিকে দাঁড়ায় ওই মহিলা৷ তার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল৷

ঘটনার সিসিটিভি ফুটেজ৷
ঘটনার সিসিটিভি ফুটেজ৷
ক্রেতা সেজে দোকানে ঢুকেছিলেন মহিলা৷ আচমকাই দোকানদারের চোখেমুখে লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে দোকানে লুঠপাটের চেষ্টা করেছিল ওই মহিলা৷ যদিও সোনার দোকানে হাতসাফাই করতে এসে উল্টে মোক্ষম শিক্ষা হল ওই মহিলার৷ লঙ্কার গুঁড়োর আক্রমণ বাঁচিয়ে পাল্টা ওই মহিলাকেই পরের পর থাপ্পড় মারতে শুরু করেন ওই ব্যক্তি৷ ভাইরাল হয়েছে এই ভিডিও৷
ভিডিও-তে দেখা গিয়েছে, দরজা খুলে সোনার দোকানে ঢুকে দোকানদারের উল্টো দিকে দাঁড়ায় ওই মহিলা৷ তার মুখ ওড়না দিয়ে ঢাকা ছিল৷ প্রথমে স্বাভাবিক ভাবেই দোকানদারের সঙ্গে কথা বলতে শুরু করেন ওই মহিলা৷ আচমকাই দোকানদারের চোখে লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে দেওয়ার চেষ্টা করে সে৷
কিন্তু সৌভাগ্যক্রমে সেই লঙ্কার গুঁড়ো ওই দোকানদারের চোখে লাগেনি৷ সঙ্গে সঙ্গেই মহিলাকে পাল্টা আক্রমণ করেন ওই যুবক৷ মহিলার গালে একের পর এক থাপ্পড় মারতে শুরু করেন ওই যুবক৷ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও যুবকের হাতে সপাটে একের পর এক চড় খেয়ে রীতিমতো বেসামাল হয়ে পড়ে ওই মহিলা৷ প্রায় ১৫ সেকেন্ড ধরে ওই মহিলাকে চড় মারতে থাকেন ওই যুবক৷ এর পর কাউন্টারের শো কেস টপকে এসে ওই মহিলার হাত পিছমোড়া করে তাকে ঠেলতে ঠেলতে দোকানের বাইরে বের করে দেন ওই যুবক৷
advertisement
advertisement
advertisement
এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করে একজন লিখেছেন, ‘আহমেদাবাদে একজন মহিলা চোর দোকান মালিকের চোখে লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে দোকান লুটের চেষ্টা করে৷ কিন্তু নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাসী ওই দোকানদার সঙ্গে সঙ্গে ওই মহিলা চোরকে নিজের প্রাপ্য ফিরিয়ে দিয়ে ১৮টি থাপ্পড় মারেন৷’
এই ভিডিও দেখে ওই দোকান মালিকের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন৷ অনেকেই দোকান মালিককে সমর্থন করে জানিয়েছেন, ওই মহিলা চোরকে উচিত শিক্ষা দিয়েছেন তিনি৷ দোকান মালিক যেভাবে ওই মহিলা চোরকে কাবু করেছেন, তা দেখে অনেকেরই সিনেমার দৃশ্য মনে হয়েছে৷
advertisement
দৈনিক ভাস্কর-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পর দোকান মালিক পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি৷ যদিও আহমেদাবাদের রনিপ থানার পুলিশ ওই মহিলা চোরকে চিহ্নিত করে খুঁজে বের করার চেষ্টা করছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad News: লঙ্কার গুঁড়ো ছিঁটিয়ে সোনা লুটের চেষ্টা মহিলা চোরের, কষিয়ে ১৮ চড় দোকান মালিকের! দেখুন ভিডিও
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement