JEE Aspirant's Note To Parents: জয়েন্টে মেলেনি সাফল্য... লহমায় সব শেষ করে দিলেন ছাত্রী! 'সুইসাইড নোট' পেতেই চমকে গেল পুলিশ, কী এমন লেখা ছিল?

Last Updated:

মাত্র দিন দু'য়েক আগেই হস্টেলে ফিরে গিয়েছিলেন অদিতি। সত্যদীপ গার্লস হোস্টেলে থাকতেন এবং অন্য এক ছাত্রীর সঙ্গে রুম শেয়ার করতেন। বুধবারই বাবার সঙ্গে কথা হয়েছিল অদিতির। বাবাকে দিয়ে মোবাইল ফোন রিচার্জও করিয়েছিলেন।

লহমায় সব শেষ করে দিলেন ছাত্রী! 'সুইসাইড নোট' পেতেই চমকে গেল পুলিশ, কী এমন লেখা ছিল?
লহমায় সব শেষ করে দিলেন ছাত্রী! 'সুইসাইড নোট' পেতেই চমকে গেল পুলিশ, কী এমন লেখা ছিল?
গোরক্ষপুর: জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (জেইই) মেন ২০২৫-এ মেলেনি সাফল্য। যার জেরে আত্মঘাতী হলেন ১৮ বছর বয়সী এক দ্বাদশ শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি। মঙ্গলবারই জেইই মেন পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। আর এটাই হল ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। ফল প্রকাশের পরের দিনই এমন কাণ্ড ঘটালেন ওই ছাত্রী। পুলিশ সূত্রের খবর, মৃতা ছাত্রীর নাম অদিতি মিশ্র। তিনি সন্ত কবীর নগর জেলার মিশরৌলিয়া গ্রামের বাসিন্দা। গোরক্ষপুরের একটি বেসরকারি কোচিং ইনস্টিটিউটে তিনি পড়াশোনা করছিলেন।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন থেকে গিয়েছে, মা-বাবার জন্য ওই ছাত্রী একটি হৃদয় বিদারক সুইসাইড নোট রেখে গিয়েছেন। পরীক্ষায় কম নম্বর আসায় ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। মা-বাবার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে অক্ষমতার কথাও জানিয়েছেন ওই ছাত্রী। সুইসাইড নোটে অদিতি লিখেছেন যে, মা-বাবা আমায় ক্ষমা করে দিও। দয়া করে আমায় ক্ষমা করে দিও। আমি পারলাম না। আমার যাত্রা এখানেই শেষ হচ্ছে। তোমরা কান্নাকাটি কোরো না। তোমরা আমায় গভীর ভালবাসা দিয়েছিলে। কিন্তু আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। তোমরা দয়া করে ছোটির খেয়াল রেখো। ও নিশ্চিত ভাবে তোমাদের স্বপ্ন পূরণ করবে। তোমাদের আদরের মেয়ে – অদিতি। শহরের মোমেন্টাম কোচিং সেন্টারের ছাত্রী ছিলেন অদিতি। পরীক্ষায় কম নম্বর পাওয়ায় রীতিমতো ভেঙে পড়েছিলেন। এরপরেই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। হতাশা মেনে নিতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী।
advertisement
আরও পড়ুন : ফ্রান্স সফর শেষ করে আমেরিকা পৌঁছলেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, মাত্র দিন দু’য়েক আগেই হস্টেলে ফিরে গিয়েছিলেন অদিতি। সত্যদীপ গার্লস হোস্টেলে থাকতেন এবং অন্য এক ছাত্রীর সঙ্গে রুম শেয়ার করতেন। বুধবারই বাবার সঙ্গে কথা হয়েছিল অদিতির। বাবাকে দিয়ে মোবাইল ফোন রিচার্জও করিয়েছিলেন। কথা বলার সময় ফলাফলের বিষয়ে কাউকে না জানানোর কথা বলেছিলেন। তাঁদের শেষবারের বাক্যালাপের প্রসঙ্গ তুলে অদিতির বাবা বলেন যে, তিনি পরের বার চেষ্টা করতে বলেছিলেন। পরের বার ভাল করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহও দিয়েছিলেন। কিন্তু তিনি কল্পনাতেও ভাবেননি যে, অদিতি এমন চরম পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
advertisement
advertisement
সূত্রের খবর, অদিতির রুমমেট যখন বাইরে গিয়েছিলেন, তখনই এই চরম পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। হোস্টেল ওয়ার্ডেনকে অন্য ছাত্রছাত্রীরা গিয়ে জানান যে, বুধবার দীর্ঘক্ষণ ধরে তাঁর ঘরের দরজা বন্ধ রয়েছে। এমনটা জানানোর পরেই গোটা ঘটনা সর্বসমক্ষে এসেছে। হস্টেল কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এলে তাদের সাহায্য নিয়েই ঘরের দরজা খোলা হয়। তখন দেখা যায় যে, স্টোলের ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্রী। সেই ঘরে তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছেন পুলিশ।
advertisement
[DISCLAIMER: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)]
বাংলা খবর/ খবর/দেশ/
JEE Aspirant's Note To Parents: জয়েন্টে মেলেনি সাফল্য... লহমায় সব শেষ করে দিলেন ছাত্রী! 'সুইসাইড নোট' পেতেই চমকে গেল পুলিশ, কী এমন লেখা ছিল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement