India Today-Axis My India Exit Poll চমক, হরিয়ানায় সমানে সমানে টক্কর বিজেপি-কংগ্রেসের

Last Updated:

ইঙ্গিত হরিয়ানায় পদ্ম-হাতে লড়াই চলবে সেয়ানে সেয়ানে ৷

#চণ্ডীগড়: স্রোতের বিপরীতে হেঁটে এক্সিট পোল সমীক্ষায় চমক India Today-Axis My India-এর ৷ একপেশে গেরুয়া ঝড়ের পূর্বাভাসের মাঝে  India Today-Axis My India এর ইঙ্গিত হরিয়ানায় পদ্ম-হাতে লড়াই চলবে সেয়ানে সেয়ানে ৷
দেশের অর্থনীতির হাল যাই হোক, ভোটের বাজারে বিজেপির অচ্ছে দিন। বেশিরভাগ এক্সিট পোলে তেমনই ইঙ্গিত মিললেও India Today-Axis My India বলছে, হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৩২-৪৪টি আসন পাবে বিজেপি, সেখানে কংগ্রেসের হাতে আসতে পারে ৩০-৪২টি আসন ৷ একইসঙ্গে তাদের পূর্বাভাস ২০১৪ সালের থেকে ভাল ফল করবে জননায়ক জনতা পার্টি, ভাল করবে ভারতীয় জাতীয় লোক দলও ৷ এদের দুজনের ঝুলিতে যেতে পারে ৬ থেকে ১০টি আসন ৷
advertisement
সীমান্তে উত্তেজনার আবহেই সোমবার ভোটগ্রহণ হয় মহারাষ্ট্র ও হরিয়ানায়। মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে প্রথম নির্বাচন। মহারাষ্ট্র ও হরিয়ানা, দুই রাজ্যেই ফের পদ্মচাষের সম্ভাবনা বলেই ইঙ্গিত বাকি বুথ ফেরত সমীক্ষাগুলির ৷
advertisement
দ্বিতীয় মোদি সরকারের আমলে প্রথম বড় ভোট। বিজেপির হাতে থাকা মহারাষ্ট্র ও হরিয়ানা, দুই রাজ্যেই ফের গেরুয়া ঝড়ের সম্ভাবনা। News18IPSOS Exit Poll অনুযায়ী, হরিয়ানায় এবার বিজেপি ষোলো আনা। ৯০ আসনের হরিয়ানায় বিজেপি একাই পেতে পারে ৭৫টি আসন ৷ গতবার তারা পেয়েছিল ৪৭টি আসন ৷ কংগ্রেস ১৫ থেকে কমে হতে পারে ১০ ৷ খাতা নাও খুলতে পারে আইএনএলডি ৷
advertisement
Republic - Jan ki baat Haryana Exit Poll এ হরিয়ানায় বিজেপি জয়ী হতে পারে ৫২-৬৩ আসনে ৷ কংগ্রেস পেতে পারে ১৫-১৯ আসনে ৷ জেজেপি জিততে পারে ৫-৯ আসনে ৷ INLD -এর আসন সংখ্যা কমে দাঁড়াতে পারে ০-১ ৷ ওমপ্রকাশ চৌতালার INLD-কে মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হতে পারে বলে সমীক্ষাতে ইঙ্গিত পাওয়া গিয়েছে।অন্যান্যরা পেতে পারে ৭-৯ আসনে ৷
advertisement
Times Now Exit Poll-এর সমীক্ষায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ক্ষমতা আসতে চলেছে বিজেপি সরকার ৷ এক্সিট পোল অনুযায়ী, হরিয়ানায় ৭১টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, মাত্র ১১টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।
তবে আসল ফল জানা যাবে ২৪ অক্টোবর ৷ মহারাষ্ট্র ও হরিয়ানা দুই রাজ্যে ভোট গণনা বৃহস্পতিবার ৷
বাংলা খবর/ খবর/দেশ/
India Today-Axis My India Exit Poll চমক, হরিয়ানায় সমানে সমানে টক্কর বিজেপি-কংগ্রেসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement