• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • India Today-Axis My India Exit Poll চমক, হরিয়ানায় সমানে সমানে টক্কর বিজেপি-কংগ্রেসের

India Today-Axis My India Exit Poll চমক, হরিয়ানায় সমানে সমানে টক্কর বিজেপি-কংগ্রেসের

ইঙ্গিত হরিয়ানায় পদ্ম-হাতে লড়াই চলবে সেয়ানে সেয়ানে ৷

ইঙ্গিত হরিয়ানায় পদ্ম-হাতে লড়াই চলবে সেয়ানে সেয়ানে ৷

ইঙ্গিত হরিয়ানায় পদ্ম-হাতে লড়াই চলবে সেয়ানে সেয়ানে ৷

 • Share this:

  #চণ্ডীগড়: স্রোতের বিপরীতে হেঁটে এক্সিট পোল সমীক্ষায় চমক India Today-Axis My India-এর ৷ একপেশে গেরুয়া ঝড়ের পূর্বাভাসের মাঝে  India Today-Axis My India এর ইঙ্গিত হরিয়ানায় পদ্ম-হাতে লড়াই চলবে সেয়ানে সেয়ানে ৷

  দেশের অর্থনীতির হাল যাই হোক, ভোটের বাজারে বিজেপির অচ্ছে দিন। বেশিরভাগ এক্সিট পোলে তেমনই ইঙ্গিত মিললেও India Today-Axis My India বলছে, হরিয়ানায় ৯০টি আসনের মধ্যে ৩২-৪৪টি আসন পাবে বিজেপি, সেখানে কংগ্রেসের হাতে আসতে পারে ৩০-৪২টি আসন ৷ একইসঙ্গে তাদের পূর্বাভাস ২০১৪ সালের থেকে ভাল ফল করবে জননায়ক জনতা পার্টি, ভাল করবে ভারতীয় জাতীয় লোক দলও ৷ এদের দুজনের ঝুলিতে যেতে পারে ৬ থেকে ১০টি আসন ৷

  সীমান্তে উত্তেজনার আবহেই সোমবার ভোটগ্রহণ হয় মহারাষ্ট্র ও হরিয়ানায়। মোদি সরকারের দ্বিতীয় ইনিংসে প্রথম নির্বাচন। মহারাষ্ট্র ও হরিয়ানা, দুই রাজ্যেই ফের পদ্মচাষের সম্ভাবনা বলেই ইঙ্গিত বাকি বুথ ফেরত সমীক্ষাগুলির ৷

  দ্বিতীয় মোদি সরকারের আমলে প্রথম বড় ভোট। বিজেপির হাতে থাকা মহারাষ্ট্র ও হরিয়ানা, দুই রাজ্যেই ফের গেরুয়া ঝড়ের সম্ভাবনা। News18IPSOS Exit Poll অনুযায়ী, হরিয়ানায় এবার বিজেপি ষোলো আনা। ৯০ আসনের হরিয়ানায় বিজেপি একাই পেতে পারে ৭৫টি আসন ৷ গতবার তারা পেয়েছিল ৪৭টি আসন ৷ কংগ্রেস ১৫ থেকে কমে হতে পারে ১০ ৷ খাতা নাও খুলতে পারে আইএনএলডি ৷

  Republic - Jan ki baat Haryana Exit Poll এ হরিয়ানায় বিজেপি জয়ী হতে পারে ৫২-৬৩ আসনে ৷ কংগ্রেস পেতে পারে ১৫-১৯ আসনে ৷ জেজেপি জিততে পারে ৫-৯ আসনে ৷ INLD -এর আসন সংখ্যা কমে দাঁড়াতে পারে ০-১ ৷ ওমপ্রকাশ চৌতালার INLD-কে মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হতে পারে বলে সমীক্ষাতে ইঙ্গিত পাওয়া গিয়েছে।অন্যান্যরা পেতে পারে ৭-৯ আসনে ৷

  Times Now Exit Poll-এর সমীক্ষায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ক্ষমতা আসতে চলেছে বিজেপি সরকার ৷ এক্সিট পোল অনুযায়ী, হরিয়ানায় ৭১টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, মাত্র ১১টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কংগ্রেসকে।

  তবে আসল ফল জানা যাবে ২৪ অক্টোবর ৷ মহারাষ্ট্র ও হরিয়ানা দুই রাজ্যে ভোট গণনা বৃহস্পতিবার ৷

  First published: