দিল্লি: রং মাখানোর নামে হোলির দিন জাপানের এক তরুণীকে শারীরিক ভাবে হেনস্থা এবং সম্মানহানির অভিযোগ উঠল রাজধানী দিল্লিতে। এই ঘটনায় ইতিমধ্যেই তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ যদিও ঘটনার পরই ভারত ছেড়েছেন জাপানি ওই ভ্লগার৷
তবে নিগৃহীতা তরুণী নিজে কোনও অভিযোগ দায়ের করেননি৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে চলে গিয়েছেন ওই বিদেশিনি৷ বাংলাদেশে গিয়ে অবশ্য ওই তরুণী জানিয়েছেন, তিনি শারীরিক এবং মানসিক দিক দিয়ে একেবারে ঠিক আছেন৷
আরও পড়ুন: ছিঃ! অন্য কারও সঙ্গে ইনস্টাগ্রামে কথা বলেছিল প্রেমিকা, রাগে নৃশংস কাণ্ড ঘটালো 'নাবালক' প্রেমিক
ঘটনাটি ঘটেছে দিল্লির পাহারগঞ্জ এলাকায়৷ অভিযোগ, ওই জাপানি তরুণীকে ঘিরে ধরে জোর করে তাঁকে রং মাখাতে থাকে তিন জন৷ আপত্তিকর ভাবে তরুণীর শরীরও স্পর্শ করা হয়৷ রং মাখানোর অছিলায় তরুণীর সম্মানহানি করা হয় বলে অভিযোগ৷ এই ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে৷ ওই জাপানি তরুণী নিজেও ঘটনার ভিডিও প্রথমে ট্যুইট করেছিলেন৷ পরে অবশ্য তা মুছে দেন তিনি৷
যদিও ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেন৷ কারণ ভিডিওতে দেখা গিয়েছে, তরুণীর আপত্তি সত্ত্বেও তাঁকে প্রায় জড়িয়ে ধরে রং মাখিয়ে দিচ্ছে এক অভিযুক্ত৷ এক নাবালক আবার তরুণীর মাথায় ডিম ফাটিয়ে দেয়৷ এরই মধ্যে মেজাজ হারিয়ে এক অভিযুক্তকে চড়ও মারেন ওই তরুণী৷ তার পর কোনওক্রমে ওই জায়গা থেকে বেরিয়ে আসেন তিনি৷
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় হয় দিল্লি পুলিশ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনের মধ্যে একজন নাবালকও রয়েছে৷ ঘটনার তদন্তে নেমে জাপানি দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime News, Delhi, Holi 2023