বৃষ্টিতে ভয়াল রূপ জম্মু-কাশ্মীরে! ধস নেমে মুছে গেল রাস্তা! মৃতের সংখ্যা বেড়ে ৯, বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Jammu Kashmir Flood জম্মু-কাশ্মীরে টানা বৃষ্টি ও ধসে ডোডায় ৪ জনের মৃত্যু। বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত, NH-244 ও শ্রীনগর–জম্মু সড়ক বন্ধ, ওমর আবদুল্লা দিলেন বিশেষ নির্দেশ।
জম্মু ও কাশ্মীর বন্যা : বৃষ্টিতে ভয়ঙ্কর চেহারা জম্মু-কাশ্মীরের। জলে ভেসে ধস নামল ভূস্বর্গে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। টানা বৃষ্টি, মেঘভাঙা বর্ষণ ও ধসের ফলে ডোডা জেলায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। বহু বাড়িঘর ও সড়ক ভেসে গেছে, বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ রাখা হয়েছে, বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন জাতীয় সড়ক।
ডোডায় একটি বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দু’জনের। আরও দু’জনের মৃত্যু হয়েছে হঠাৎ বন্যার জলে। প্রশাসন নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকায় স্থানীয়দের নদীর পাড় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে।
#WATCH | Jammu, J&K | Water level of the Tawi River rises due to heavy rainfall pic.twitter.com/pn96uAMbE4
— ANI (@ANI) August 26, 2025
advertisement
advertisement
রেল ও সড়ক পরিষেবা বিপর্যস্ত জম্মু-কাশ্মীরে বন্যা: ৪ মৃত,
ভারী বৃষ্টিতে ডোডা–কিষ্টওয়ারকে যুক্ত করা গুরুত্বপূর্ণ সড়ক NH-244-এর বড় অংশ ভেসে গেছে, ফলে যান চলাচল বন্ধ। ধস ও পাথর গড়িয়ে পড়ায় রামবানের কাছে শ্রীনগর–জম্মু জাতীয় সড়কও বন্ধ। সিন্থান টপ পাস বন্ধ হয়ে গেছে, আর জোজিলা পাসে তুষারপাতের ফলে শ্রীনগর–লেহ সড়ক বন্ধ রয়েছে। কাটরাগামী একাধিক ট্রেন — বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী শক্তি এক্সপ্রেস ও হেমকুন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
ভারী বৃষ্টিতে ডোডা–কিষ্টওয়ারকে যুক্ত করা গুরুত্বপূর্ণ সড়ক NH-244-এর বড় অংশ ভেসে গেছে, ফলে যান চলাচল বন্ধ। ধস ও পাথর গড়িয়ে পড়ায় রামবানের কাছে শ্রীনগর–জম্মু জাতীয় সড়কও বন্ধ। সিন্থান টপ পাস বন্ধ হয়ে গেছে, আর জোজিলা পাসে তুষারপাতের ফলে শ্রীনগর–লেহ সড়ক বন্ধ রয়েছে। কাটরাগামী একাধিক ট্রেন — বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী শক্তি এক্সপ্রেস ও হেমকুন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
advertisement
বৈষ্ণোদেবী যাত্রায় বিপর্যয়
অধক্ওয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামায় বহু তীর্থযাত্রী আহত হওয়ার আশঙ্কা। বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ এক্স-এ (পূর্বতন টুইটার) জানিয়েছে, “অধক্ওয়ারির কাছে ধসের ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ চলছে।” আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে।
অধক্ওয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে ধস নামায় বহু তীর্থযাত্রী আহত হওয়ার আশঙ্কা। বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ এক্স-এ (পূর্বতন টুইটার) জানিয়েছে, “অধক্ওয়ারির কাছে ধসের ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ চলছে।” আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার তৎপরতা
জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পরিস্থিতিকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শ্রীনগর থেকে জম্মুতে রওনা দিচ্ছেন। জরুরি পুনর্গঠনকাজে জেলাশাসকদের হাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের বৈঠক ডেকে সব দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পরিস্থিতিকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শ্রীনগর থেকে জম্মুতে রওনা দিচ্ছেন। জরুরি পুনর্গঠনকাজে জেলাশাসকদের হাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি উচ্চপর্যায়ের বৈঠক ডেকে সব দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
advertisement
নদীর জলস্তর বিপজ্জনক, নিম্নভূমি প্লাবিত
তাওয়ি ও রবি নদী বিপদসীমার উপরে বইছে। কাঠুয়া জেলায় রবি নদীর বাঁধ ভেঙে একাধিক নিম্নভূমি প্লাবিত হয়েছে।
তাওয়ি ও রবি নদী বিপদসীমার উপরে বইছে। কাঠুয়া জেলায় রবি নদীর বাঁধ ভেঙে একাধিক নিম্নভূমি প্লাবিত হয়েছে।
প্রশাসন জরুরি হেল্পলাইন চালু করেছে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় জম্মু অঞ্চলে আরও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে।
জরুরি যোগাযোগ নম্বরসমূহ
advertisement
জম্মু: 0191-2571616
সাম্বা: 01923-241004, 01923-246915
কাঠুয়া: 01922-238796
পুঞ্চ: 01965-2200888
রাজৌরি: 01962-295895
উদম্পুর: 01992-272727, 01992-272728
advertisement
রেয়াসি: 9419839557
রামবান: 01998-29550, 01998-266790
ডোডা: 9596776203
কিষ্টওয়ার: 9484217492
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 5:41 PM IST