Specially abled boy Paravaiz: এক পায়ে রোজ লাফিয়ে আসতে হয় স্কুলে, ২ কিমি পাথুরে পথ মনের জোরে পেরোয় পারভেজ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Specially abled boy Paravaiz: একটা পা-ই ভরসা। সেই পায়ে ভর করে রোজ লাফিয়ে লাফিয়ে স্কুলে আসে পারভেজ। সীমাহীন লড়াই বোধ হয় একেই বলে!
#জম্মু: সীমায় বাঁধা জীবন। নিজের ক্ষমতার সীমানাকে অতিক্রম করতে পারে কজন! কেউ কেউ তো পারে অবশ্যই। তখনই লড়াইয়ের নতুন গল্প লেখা হয়। জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ার স্কুলের ছাত্র পারভেজরা সেই গল্পের নায়ক হয়। সারা দেশ মাথা নুইয়ে সেলাম জানায় সেই পারভেজদের।
পারভেজের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ২ কিমি। সাদা চোখে দেখলে, ২ কিমি রাস্তা পেরিয়ে স্কুলে আসা তো মামুলি ব্যাপার। হোক না পাহাড়ি রাস্তা! এমন পাহাড়ি রাস্তায় জীবনের চড়াই-উতরাই ভাঙে কত না ছেলে-মেয়ে! তা হলে পারভেজ এমন কোন অসাধ্য সাধন করে!
আরও পড়ুন- যত ইচ্ছে Luggage নিয়ে ট্রেনযাত্রা আর নয়! নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল! জানুন...
দাঁড়ান, গল্পটা পুরো শুনুন আগে। পারভেজকে রোজ এই ২ কিমি পাহাড়ি, পাথুরে রাস্তা আসতে হয় এক পায়ে ভর করে। লাফিয়ে চড়তে হয় পাহাড়ের ঢাল, আবার সেই এক পায়েই ফিরতে হয় পাথুরে পথ পেরিয়ে। পারভেজের রোজনামচা এটাই। একটা পা, সেটাই ভরসা। আর সেই ভরসাতেই জীবনে বড় কিছু করে দেখানোর সাহস দেখায় পারভেজ।
advertisement
advertisement
সম্প্রতি পারভেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পারভেজ এক পায়ে লাফিয়ে পেরোচ্ছে পাহাড়ি রাস্তা। একটা পায়ে ভর করে লাফাতে লাফাতে সে আসছে স্কুলে, নির্ধারিত সময়ে। লাফিয়েই ভাঙছে স্কুল আর জীবনের সিঁড়ি। মুখের কথা!
বিহারের জামুইয়ের সীমার একটি ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। সীমার মতো একই লড়াইয়ের গল্প লিখছে পারভেজ। দেশের আরেক প্রান্তে। সীমার ইচ্ছে, বড় হয়ে শিক্ষক হবে! পারভেজও বড় কিছু করার স্বপ্ন দেখে। এক পায়ে ভর করেই।
advertisement
এক দুর্ঘটনায় এক পা হারিয়েছে পারভেজ। অভাবের সংসার। তাই কৃত্রিম পা-ও আর জোটেনি। হান্দওয়াড়ার একটি সরকারি স্কুলে নবম শ্রেণিতে পড়ে পারভেজ। পিঠে ব্যাগ নিয়ে রোজ ২ কিমি পাহাড়ি রাস্তা লাফিয়ে লাফিয়ে পেরিয়ে স্কুলে যেতে হয় তাঁকে।
লড়াইয়েরও একটা সীমা থাকে। পারভেজ আক্ষেপে করে বলে, ''আমি জীবনে বড় কিছু করতে চাই। রোজ স্কুলে আসি এভাবে লাফিয়ে। পাহাড়ি রাস্তা তো, তাই কষ্ট হয় খুব। একটা কৃত্রিম পা যদি পেতাম!'' কতদূর পৌঁছয় তাঁর কথাগুলো! কে জানে! সীমার কথা কিন্তু পৌঁছেছিল সোনু সুদের কান পর্যন্ত।
advertisement
#WATCH| Specially-abled boy walks to school on one leg to pursue his dreams in J&K's Handwara. He has to cover a distance of 2km while balancing on a one leg
— ANI (@ANI) June 3, 2022
Roads are not good. If I get an artificial limb,I can walk. I have a dream to achieve something in my life, Parvaiz said pic.twitter.com/yan7KC0Yd3
advertisement
আরও পড়ুন- গ্রাহকের কাছ থেকে রেস্তোরাঁর সার্ভিস চার্জ নেওয়া সম্পূর্ণ বেআইনি, জানাল সরকার!
পারভেজকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হুইলচেয়ার দিয়েছিল। তবে পাহাড়ি রাস্তায় সেই হুলচেয়ার বেয়ে আসা অসম্ভব। পারভেজের লড়াইয়ে অস্ত্র হতে পারে মাত্র একটা কৃত্রিম পা। সামান্য ব্যাপার। আর এখন তো সোশ্যাল মিডিয়া মানুষের কথা পৌঁছে দেয় মানুষের কাছে। পারভেজের কথা পৌঁছেছে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। পারভেজকে হয়তো আর লাফিয়ে স্কুলে আসতে হবে না! কৃত্রিম পা-ই তাঁকে পৌঁছে দেবে জীবনের বড় লক্ষ্যে। হোক না পাথুরে পথ! পারভেজরা কবেই বা সোজা পথে গন্তব্যে পৌঁছেছে!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2022 12:39 AM IST