Scam: ১৩ হাজার টাকার দুর্নীতি! সরকারি প্রকল্প থেকে দেদার লুট, জম্মু ও কাশ্মীরে ‘ফাঁস’ আমলাদের কীর্তি
- Published by:Satabdi Adhikary
- Written by:Rajib Chakraborty
Last Updated:
কিন্তু, এখানেই থেমে নেই, কংগ্রেস নেতা পবন খেরার অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত ওই আধিকারিকদেরই পদোন্নতি দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, জম্মু-কাশ্মীরের উপর রাজ্যপাল মনোজ সিনহা।
নয়াদিল্লি: রাজ্য নয়, কেন্দ্র শাসিত অঞ্চল৷ সেখানেও সেই দুর্নীতি৷ এক-দু’হাজার কোটির নয়, একেবারে ১৩ হাজার কোটি টাকার৷ অভিযোগ, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের ‘জল জীবন মিশন’ প্রকল্প থেকে দেদার টাকা লুট করেছেন সেখানকারই কয়েকজন আমলা৷ আর সেই আমলাদের নামে ‘বোমা’ ফাটিয়ে আপাতত প্রশাসনের ‘রোষে’র মুখে আরেক আধিকারিক৷
কেন্দ্রশাসিত অঞ্চলের এক উচ্চপদস্থ আমলা বিপুল অঙ্কের দুর্নীতি সামনে আনার পর পাল্টা তাঁকেই হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। দুর্নীতির অঙ্ক বেশ বড়। অভিযুক্তরাও উচ্চপদস্থ আধিকারিক। মোট ১৩ হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে বলে ‘বোমা’ ফাটিয়েছেন সেখানকার ব্যুরো অফ পাবলিক এন্টারপ্রাইজেস-এর চেয়ারম্যান অশোক কুমার পারমার। পুরো ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগ এরপরই তাঁর উপরে নেমে এসেছে শাস্তির খাঁড়া।
advertisement
আরও পড়ুন: ‘লা লিগা’র দেশে যাচ্ছেন মমতা! সৌরভ-সুনীলকে নিয়েই কি ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক?
জানা গিয়েছে, এই আমলা বেশ কয়েকজন আধিকারিকের নামের তালিকা তৈরি করেছিলেন, যাঁরা ‘জল জীবন মিশন’ প্রকল্পে বড়সড় দুর্নীতিতে জড়িত বলে তাঁর অনুমান।
advertisement
কিন্তু, এখানেই থেমে নেই, কংগ্রেস নেতা পবন খেরার অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত ওই আধিকারিকদেরই পদোন্নতি দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, জম্মু-কাশ্মীরের উপর রাজ্যপাল মনোজ সিনহা।
advertisement
উল্টোদিকে, যে আমলা এত বড় দুর্নীতি সামনে আনলেন, তাঁকে কার্যত শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি নেতার৷ তাঁদের সচিব পদ থেকে বদলি করে এআরআই পদে বদলি করা হয়েছে। অথচ, নিয়ম অনুযায়ী ৩০ বছর চাকরি করার পরে, তাঁকে আইএএস-এর সর্বোচ্চ পদে পাঠানো কথা ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 11, 2023 3:36 PM IST