Jawan: শাহরুখ খানের মুখে নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা! পোস্টে লিখলেন, ‘আপনার নেতৃত্বেই আমরা....’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ার পোস্টে শাহরুখ আরও লিখেছেন, ‘এর (জি২০ সম্মেলনের সাফল্য) প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি এনেছে। স্যার, আপনার নেতৃত্বে, আমরা বিচ্ছিন্নভাবে নয়, বরং একতায় সমৃদ্ধ হব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ...’
কলকাতা: তাঁর ‘জওয়ান’ নিয়ে যখন তোলপাড় আসমুদ্র হিমাচল, তাঁর ‘জওয়ান’ যখন ভেঙে গুঁড়িয়ে উড়িয়ে দিচ্ছে একের পর এক রেকর্ড, তাঁর ‘জওয়ানে’র ডায়লগ যখন হয়ে উঠছে রাজনীতি ঘেঁষা চর্চার বিষয়, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শাহরুখ খান৷ জি২০ সম্মেলনের সাফল্য নিয়ে ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ জানালেন, ‘তাঁর নেতৃত্বেই’ বিচ্ছিন্ন ভাবে নয়, ঐক্যবদ্ধ ভাবে সমৃদ্ধ হবে ভারত৷ গড়ে উঠবে, ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’৷
গত ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতে বসেছিল G-20 সম্মেলনের আসর৷ আর তার ঠিক দু’দিন আগে ৭ সেপ্টেম্বর ভারতের প্রেক্ষাগৃহে রিলিজ হয় ‘জওয়ান’৷ প্রথম দিনেই নিজের আগের সিনেমা ‘পাঠানে’রও সব রেকর্ড ভেঙে দেয় শাহরুখের নতুন সিনেমা৷ দলে দলে হুড়মুড়িয়ে ‘জওয়ান’ দেখতে ছুটছিল মানুষ৷ পরিস্থিতি এমনই হয়েছিল যে, জি-২০ সম্মেলনের আগে ‘জওয়ানে’র রিলিজ কোনও বিশৃঙ্খলা তৈরি করবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল আশঙ্কা৷
advertisement
আরও পড়ুন: কুন্তল-কাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যৌথ রিপোর্ট তলব! ‘ক্ষুব্ধ’ সিবিআই গেল হাইকোর্টে
গত রবিবারই ছিল জি২০ সম্মেলনের শেষ দিন৷ আর সেই দিনই জি ২০ সম্মেলনের সাফল্য নিয়ে ট্যুইট করলেন শাহরুখ৷ কিং খান লিখলেন, ‘সফলভাবে জি -২০ সম্মেলন আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন৷ অভিনন্দন, বিশ্বের মানুষের উন্নততর ভবিষ্যতের স্বার্থে বিশ্বনেতাদের মধ্যে একতার এক দৃষ্টান্ত তৈরি করার জন্য৷’
advertisement
advertisement
Congratulations to Hon. PM @narendramodi ji for the success of India’s G20 Presidency and for fostering unity between nations for a better future for the people of the world.
It has brought in a sense of honour and pride into the hearts of every Indian. Sir, under your… https://t.co/x6q4IkNHBN— Shah Rukh Khan (@iamsrk) September 10, 2023
advertisement
একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্য দিকে জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে মতপার্থক্য৷ এই সমস্ত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জি-২০ সম্মেলনে যে ভাবে রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন, তা অবশ্যই ভারতের কাছে বড় জয়৷ যদিও চিনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন সম্মেলনে যোগ দেননি৷
সোশ্যাল মিডিয়ার পোস্টে শাহরুখ আরও লিখেছেন, ‘এর
(জি২০ সম্মেলনের সাফল্য) প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি এনেছে। স্যার, আপনার নেতৃত্বে, আমরা বিচ্ছিন্নভাবে নয়, বরং একতায় সমৃদ্ধ হব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ…’
advertisement
প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ইতিমধ্যেই ৩০০ কোটির উপরে ব্যবসা করেছে৷ অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-সিনেমায় মূলত বার্তা দেওয়া হয়েছে সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে৷ প্রথমে কৃষি, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা এবং সবশেষে প্রতিরক্ষার মতো বিষয় নিয়ে তোলা হয়েছে প্রশ্ন৷ যে সিনেমার দ্বিতীয়ার্ধের অন্তত ৩-৪ মিনিট সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং সরকার নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শাহরুখের চরিত্র আজাদ৷ এমনকি, শাহরুখের প্রায় ভাইরাল হয়ে যাওয়া ডায়লগ- ‘বেটে কো হাত লাগানে সে পহেলে, বাপ সে বাত কর!’, নিয়েও আরিয়ান কাণ্ডের রাজনৈতিক যোগ টানার তুলনা টানা হয়েছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
September 11, 2023 1:22 PM IST