Jammu and Kashmir: রাজ্যের তকমা ফিরে পাচ্ছে জম্মু কাশ্মীর? বুধবারই লোকসভায় বিল পেশ, জল্পনা তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরই রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷
জম্মু এবং কাশ্মীর কি ফের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের তকমা ফিরে পেতে চলেছে? বুধবার লোকসভায় পেশ হতে চলা একটি বিলকে ঘিরে সেই জল্পনা তুঙ্গে৷
আগামিকাল, বুধবার লোকসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৫ পেশ করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে৷ তার পরই জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার জল্পনা জোরাল হয়েছে রাজধানীতে৷
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরই রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ সেই দাবিতে সায় জানিয়েছিল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিও৷ সম্প্রতি জম্মু কাশ্মীরকে রাজ্যের স্বীকৃতি ফেরানো নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্টও।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে লোকসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল ২০২৫ পেশ করার জন্য তালিকাভুক্ত হওয়ায় নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ ২০১৯ সালে এমনই একটি বিল এনে জম্মু-কাশ্মীর এবং লাদাখতে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছিল কেন্দ্র। ভেঙে দেওয়া হয়েছিল জম্মু কাশ্মীর বিধানসভা৷
শেষ পর্যন্ত গত বছর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়৷ ভোটে জিতে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স৷ যদিও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থেকে যায় জম্মু কাশ্মীর৷ বিধানসভা নির্বাচনের পর এবার জম্মু কাশ্মীরের রাজ্যের তকমাও ফেরানো হয় কি না, সেটাই দেখার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 10:29 PM IST