Jammu and Kashmir: ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে জম্মু ও কাশ্মীরে জমি কিনেছেন কতজন? জানাল কেন্দ্র
- Published by:Suman Biswas
Last Updated:
Jammu and Kashmir: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, এই জমি কেনা হয়েছে জম্মু, রেয়াসি, উধমপুর এবং গাণ্ডেরবাল জেলায়।
#নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে এখনও পর্যন্ত ৩৪ জন জমি কিনেছেন উপত্যকায়। লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। উত্তরপ্রদেশের সাহারানপুরের বিএসপি সাংসদ হাজি ফজলুর রহমান লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে জম্মু ও কাশ্মীরে কতজন জমি কিনেছেন এবং যদি কিনে থাকেন তাহলে সেই জমি কোন এলাকা বা জেলায় কেনা হয়েছে। তাঁর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, "জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে এখনও পর্যন্ত ৩৪জন জমি কিনেছেন।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, এই জমি কেনা হয়েছে জম্মু, রেয়াসি, উধমপুর এবং গাণ্ডেরবাল জেলায়।
প্রসঙ্গত, ২০১৯ এর আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বা ৩৭০ ধারা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। সংসদে বিলটির প্রবল বিরোধিতা করে সরব হয় সব বিরোধী দল। দীর্ঘদিন আটক এবং গৃহবন্দি করে রাখা হয় তিন প্রাক্তন মখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, ওমর আব্দুল্লা এবং মেহবুবা মুফতিকে। এমনকী, লকডাউন করে রাখা হয়। ভূস্বর্গের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পাশাপাশি জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করা হয়। তারমধ্যে একটি জম্মু ও কাশ্মীর এবং অপরটি হয় লাদাখ।
advertisement
advertisement
৩৭০ ধারা অনুযায়ী, সেখানকার বাসিন্দা ছাড়া অন্য কেউ জম্মু ও কাশ্মীরে জমি কেনার অধিকারী ছিলেন না। যদিও ৩৭০ ধারা প্রত্যাহারের পর আর সেই সমস্যা রইল না। জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপি ভূস্বর্গের দখল নিতে চাইছে বলে অভিযোগ করা হয় বিরোধীদের তরফে।
advertisement
যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী খুব দ্রুতই সেখানে রাজ্য প্রশাসন তৈরি করা হবে। মাসখানেক আগেই জম্মু ও কাশ্মীরে বিন্যাস কমিটির বৈঠক হয়। দ্রুত সেখানে বিধানসভা নির্বাচন করানোর দাবি তোলা হয়েছে বিরোধীদের তরফে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 5:40 PM IST