রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত কাশ্মীরে

Last Updated:

জম্মু কাশ্মীরের ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত করল মেহবুবা মুফতির সরকার ৷ দেশ-বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

#শ্রীনগর: জম্মু কাশ্মীরের ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত করল মেহবুবা মুফতির সরকার ৷ দেশ-বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷  সূত্রের খবর, আরও ১০০ জন আধিকারিকের উপর নজরে রাখা হয়েছে ৷ আগামী দিনে আরও কয়েকজনকে বরখাস্ত করা হতে পারে ৷
বুধবার বিকেলে এই সিদ্ধান্ত নেয় জম্মু কাশ্মীরের সরকার ৷ বরখাস্ত কর্মীদের মধ্যে রয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার, রাজ্যের শিক্ষা, রাজস্ব, জনস্বাস্থ্য, কারিগরি এবং খাদ্য দফতরের কয়েকজন আধিকারিক ৷
CID-র রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ যাদের বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে পাবলিব সেফটি অ্যাক্টের মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
advertisement
জুলাই মাসের ৮ তারিখ হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় জ্মি কাশ্মীরে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১২০০। সরকারের তরফে জানানো হয়েছে এর পিছনে পাক মদতপুষ্ট জঙ্গিদের উস্কানি ছিল ৷
২৬ বছরের এই নিয়ে দ্বিতীয় বার দেশ বিরোধী কার্যকলাপের জন্য সরকারি আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত কাশ্মীরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement