রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত কাশ্মীরে
Last Updated:
জম্মু কাশ্মীরের ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত করল মেহবুবা মুফতির সরকার ৷ দেশ-বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
#শ্রীনগর: জম্মু কাশ্মীরের ১২ জন সরকারি আধিকারিককে বরখাস্ত করল মেহবুবা মুফতির সরকার ৷ দেশ-বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, আরও ১০০ জন আধিকারিকের উপর নজরে রাখা হয়েছে ৷ আগামী দিনে আরও কয়েকজনকে বরখাস্ত করা হতে পারে ৷
বুধবার বিকেলে এই সিদ্ধান্ত নেয় জম্মু কাশ্মীরের সরকার ৷ বরখাস্ত কর্মীদের মধ্যে রয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার, রাজ্যের শিক্ষা, রাজস্ব, জনস্বাস্থ্য, কারিগরি এবং খাদ্য দফতরের কয়েকজন আধিকারিক ৷
CID-র রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ যাদের বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে পাবলিব সেফটি অ্যাক্টের মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
advertisement
জুলাই মাসের ৮ তারিখ হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ায় জ্মি কাশ্মীরে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ১২০০। সরকারের তরফে জানানো হয়েছে এর পিছনে পাক মদতপুষ্ট জঙ্গিদের উস্কানি ছিল ৷
২৬ বছরের এই নিয়ে দ্বিতীয় বার দেশ বিরোধী কার্যকলাপের জন্য সরকারি আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2016 12:48 PM IST