Assembly Elections 2024 Dates: অবশেষে ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে, দিল্লি থেকে দিন ঘোষণা কমিশনের, ভোট হরিয়াণাতেও

Last Updated:

জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় ভোট হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ১ অক্টোবর৷ এই তিন দফায় মোট ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে৷ তার মধ্যে ৭৪টি জেনারেল, তফশিলি জাতি সংরক্ষিত ৭টি আসন এবং তফশিলি উপজাতি সংরক্ষিত ৯টি আসনে ভোট হবে৷

নয়াদিল্লি: ৩৭০ ধারা তুলে নেওয়ার পরে এই প্রথম বিধানসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবন থেকে ২০২৪ এ দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ জানানো হল জম্মু ও কাশ্মীরে তিন দফায় এবং হরিয়াণায় এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে ভোট৷ ফলপ্রকাশ ৪ অক্টোবর৷
শুক্রবার সাংবাদিক বৈঠকে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘‘২০২৪ এর লোকসভা নির্বাচন বিশ্বস্তরে আয়োজিত নির্বাচনের অনুরূপ৷ এটি সফল এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ কোনও রকম হিংসাত্মক ঘটনা ছাড়াই গণতান্ত্রিক ভাবে বিশ্বস্তরে আদৃত হয়েছে গণতন্ত্র৷’’
এরপরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনের আয়োজন নিয়ে কথা বলতে শুরু করেন রাজীব কুমার৷ জানান, নির্বাচনের আগেই সে জম্মু ও কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন৷ তারা প্রত্যেকেই যত দ্রুত সম্ভব নির্বাচন করানোর ইচ্ছাপ্রকাশ করেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: পিএইচডি করেও এ কী করছেন কাশ্মীরের যুবক! শিক্ষা দফতরের কর্মীকে দেখে চোখে জল সকলের
জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রথম দফায় ভোট হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ১ অক্টোবর৷ এই তিন দফায় মোট ৯০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলবে৷ তার মধ্যে ৭৪টি জেনারেল, তফশিলি জাতি সংরক্ষিত ৭টি আসন এবং তফশিলি উপজাতি সংরক্ষিত ৯টি আসনে ভোট হবে৷
advertisement
জম্মু ও কাশ্মীরে মোট ভোটার সংখ্যা ৮৭.০৯ লক্ষ৷ তার মধ্যে ৪৪.৪৬ লক্ষ পুরুষ, ৪২.৬২ লক্ষ মহিলা৷ ৩.৭১ লক্ষ প্রথম ভোটার৷ নবীন ভোটারের সংখ্যা ২০.৭ লক্ষ৷
আগামী ১৯ অগাস্ট থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ অগাস্ট৷
আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে
অন্যদিকে, হরিয়াণায় এক দফাতেই বিধানসভার ভোটগ্রহণ পর্বের সমাধা হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ ৯০ আসনের হরিয়াণায় ভোট হবে ১ অক্টোবর৷ উভয় জায়গাতেই ফল ঘোষণা ৪ অক্টোবর৷
advertisement
জম্মু ও কাশ্মীরের ভোট এক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখছে অবশ্যই৷ কেন্দ্র কতটা সুষ্ঠু ভাবে এই ভোটপর্ব সমাধা করতে পারে, সেটাই একটা চ্যালেঞ্জ৷ অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ভোটের তারিখ ঘোষণার পরে বলেন, ‘‘আমি নির্বাচনে লড়তে চাই না৷ তবে দল চাইছে৷ আমরা কথা বলে বিষয়টিতে সিদ্ধান্ত নেব৷’’
চলতি বছরেই মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Elections 2024 Dates: অবশেষে ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে, দিল্লি থেকে দিন ঘোষণা কমিশনের, ভোট হরিয়াণাতেও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement