সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে রদবদল, গেলেন প্রদীপ, এলেন চিদম্বরম
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
মোট ৮ টি স্ট্যান্ডিং কমিটির পুনর্গঠন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ভাবে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে ঠাঁই পেয়েছেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদম্বরম।
নয়াদিল্লি: সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রদবদল। রাজ্যসভার প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, মোট ৮ টি স্ট্যান্ডিং কমিটির পুনর্গঠন করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ভাবে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে ঠাঁই পেয়েছেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদম্বরম।
তাঁর জায়গায় আগে এই কমিটিতে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। গত ১৮ আগস্ট অবসর গ্রহণ করেন তিনি। তাঁর জায়গায় চিদাম্বরমকে আনা হয়েছে। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশকে বিজ্ঞান ও প্রযুক্তি, বন পরিবেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে আনা হয়েছে। স্বরাষ্ট্র স্টান্ডিং কমিটিতে রয়েছে ভারতীয় দণ্ডবিধি সংশোধন বা ভারতীয় দণ্ড সংহিতা বিল।
advertisement
আরও পড়ুন – Chandrayaan 3: প্রজ্ঞান দিল মেগা সুখবর, চাঁদের মাটিতে রয়েছে অক্সিজেন, পাওয়া গেল সালফার, রইল ফটো
advertisement
চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য কমিটিকে ৩ মাস সময় দেওয়া হয়েছে। শীতকালীন অধিবেশনে বিলটি নিয়ে রিপোর্ট দেবে কমিটি এবং তারপরেই বিলটি পাস করানো হবে। গত ২৪ থেকে তিন দিন বিলটি নিয়ে কমিটিতে আলোচনা হয়। ১১ অগাস্ট কমিটির পরবর্তী বৈঠক। দু’টি পর্বে হয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক।
advertisement
সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত জেল সংশোধনাগার নিয়ে আলোচনা হয়। সেখানেও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন বিরোধী সাংসদরা। কোনও সুপারিশ ছাড়া সংশোধনের খসড়া কীভাবে গ্রহণ করা যায় সেই প্রশ্ন তোলা হয় বিরোধীদের তরফে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত বিজেপি সাংসদরাও এক যুক্তিতে সহমত হন। একই অবস্থান ছিল চেয়ারম্যান ব্রিজলালের।
advertisement
এরপর সাড়ে ১১ টায় শুরু হয় ভারতীয় দণ্ড সংহিতা নিয়ে আলোচনা। সূত্রের খবর, স্বরাষ্ট্র সচিবকে বৈঠক থেকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলা হয়। কারণ সচিবের উপস্থিতিতে বক্তব্য রাখতে চাননি ডিএমকে সাংসদ দয়ানিধি মারান। চেয়ারম্যানের নির্দেশে বৈঠক থেকে চলে যান স্বরাষ্ট্র সচিব। তারপরেই তিনি বলেন, এই বিল আনার কী প্রয়োজন ছিল আগে তা জানাক কেন্দ্রীয় সরকার। দয়ানিধির অভিযোগ এই বিলে কয়েকটি সামান্য পরিবর্তন করা হয়েছে মাত্র। ফলে এই সামান্য পরিবর্তন করার জন্য কেন এই বিল, সে প্রশ্ন তোলেন তিনি।
advertisement
RAJIB CHAKRABORTY
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 9:27 AM IST