Yashwant Varma: বাড়ির আগুন নেভাতে গিয়ে উদ্ধার দিস্তা দিস্তা ক্যাশ! বিচারপতি ভার্মা ইস্যুতে এবার বড় সিদ্ধান্ত নিলেন ধনখড়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Yashwant Varma: যশবন্ত ভার্মার বাড়ি থেকে উদ্ধার হয় হিসাব বহির্ভুত দিস্তা দিস্তা টাকা। এই ঘটনায় এবার এবার রাজ্যসভার ফ্লোর লিডারদের বৈঠকে ডাকলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
নয়াদিল্লি: হঠাত্ বাড়িতে আগুন। নেভাতে গিয়েই বিচারপতির যশবন্ত ভার্মার বাড়ি থেকে উদ্ধার হয় হিসাব বহির্ভুত দিস্তা দিস্তা টাকা। এই ঘটনায় এবার এবার রাজ্যসভার ফ্লোর লিডারদের বৈঠকে ডাকলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।
সূত্রের খবর, গতকালই রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের সঙ্গে বৈঠক করেন রাজ্যসভার চেয়ারম্যান। আজ, মঙ্গলবার রাজ্যসভায় তিনি জানান,যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমস্ত নথি জনসমক্ষে প্রকাশ করেছেন।
advertisement
advertisement
তবুও বিরোধী দলনেতা বিচারব্যবস্থার এই বিষয়ে উচ্চ সদনের হস্তক্ষেপ চেয়েছেন। সেই পরিপ্রেক্ষিতেই আজ বিকেল সাড়ে চারটেয় সমস্ত ফ্লোর লিডারদের বৈঠকে ডাকলেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
মঙ্গলবার দুপুরে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডার সঙ্গে বিচারপতি ভর্মা ইস্যুতে বৈঠক করেন জগদীপ ধনখড়। বিচারপতি ভর্মা ইস্যুতে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি যে পদক্ষেপ করেছেন, তারও প্রশংসা করেছেন ধনখড়।
advertisement
প্রসঙ্গত, জাস্টিস ভার্মার দিল্লি বাংলোয় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন শহরে উপস্থিত ছিলেন না বিচারপতি। পরিবারের লোকেরা দমকলকে খবর দেয়, আগুন নিভতেই একটি ঘর থেকে বেরিয়ে আসে বিপুল ক্যাশ টাকা। পুলিশের নিয়ম মোতাবেক, রিকভারিতে উল্লেখ করা হয় সেই বিপুল পরিমাণের টাকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 2:34 PM IST