ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, নৌসেরা সেক্টরে পাক গোলাবর্ষণ
Last Updated:
সীমান্তে চড়ছে ভারত-পাকিস্তান উত্তেজনা। মঙ্গলবার ফের সংঘর্ষবিরতি ভেঙে নৌসেরা সেক্টরে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনা।
#জম্মু: সীমান্তে চড়ছে ভারত-পাকিস্তান উত্তেজনা। মঙ্গলবার ফের সংঘর্ষবিরতি ভেঙে নৌসেরা সেক্টরে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক সেনা। এদিন ভোর ৫টা থেকে জম্মুর রাজৌরির নৌসেরা সেক্টরে গুলি বর্ষণ শুরু করেছে পাক সেনা। প্ররোচনা ছাড়াই গুলি চালায় পাকিস্তান বলে জানা গিয়েছে ৷
সার্জিক্যাল অ্যাটাকের পর এই নিয়ে ছ’বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷
পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। যদিও, কেউ হতাহত হয়নি। মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
advertisement
জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়েই সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে চাইছে পাকিস্তান। টানটান উত্তেজনা সীমান্তে। রবিবার, বারামুলায় ক্যাম্পে হামলা চালায় এক দল জঙ্গি। গুরুদাসপুরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টার পর , পুঞ্চেও গোলাগুলি ছোড়ে পাক সেনা। যদিও, প্রতিটি ক্ষেত্রেই জঙ্গিদের রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2016 8:57 AM IST