আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, কে হবেন দেশের ১৫তম উপরাষ্ট্রপতি ?

Last Updated:

আজ উপরাষ্ট্রপতি নির্বাচন ৷ এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধি ৷

#নয়াদিল্লি: আজ উপরাষ্ট্রপতি নির্বাচন ৷ এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধি ৷ তবে উপরাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে রয়েছেন বেঙ্কাইয়া নাইডু ৷
সকাল ১০টা থেকে শুরু হবে নির্বাচন ৷ ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন তা শনিবার বিকেলর মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ৷ সংসদের উভয় কক্ষের নির্বাচিত ও মনোনীত সব সদস্য আজ ভোট দেবেন ৷ লোক সভায় এনডিএ প্রার্থী সংখ্যা বেশি থাকায় বেঙ্কাইয়া নাইডুর জয় নিয়ে অনেকটাই নিশ্চিত শাসক দল ৷
তবে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন জানালেও BJD ও JD(U) বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণকে সমর্থনের আশ্বাস দিয়েছেন ৷
advertisement
advertisement
যদিও আরজেডি-র হাত ছেড়ে এনডিএ-তেই ফিরেছেন নীতীশ, তবুও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধিকে সমর্থন করবেন বলে জানিয়েছেন ৷
একটি বিশেষ পেন ব্যবহার করে নিজেদের ভোট দেবেন পার্লামেন্টের সদস্যরা ৷ সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা করা হবে ৷ সন্ধে ৭টায় ফল ঘোষণা করা হবে , বলে জানিয়ে নির্বাচন কমিশন ৷
advertisement
যেহেতু গোপন ব্যালটে ভোট হবে, তাই কোনও দলের হুইপ জারি করার সুযোগ নেই। সংসদের দুটি কক্ষের মোট সদস্যসংখ্যা ৭৯০। তবে দুই কক্ষেই দুটি আসন ফাঁকা আছে। আইনি কারণে লোকসভার বিজেপি সাংসদ ছেদি পাসোয়ান ভোট দিতে পারবেন না।
বাংলা খবর/ খবর/দেশ/
আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, কে হবেন দেশের ১৫তম উপরাষ্ট্রপতি ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement