#লাদাখ: তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৷ পারদ ছুঁয়েছে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস ৷ কিন্তু প্রবল শীতেও রীতি মেনে লাদাখে ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন ভারতীয় সেনারা ৷
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ফুট উঁচু লাদাখের পাহাড়ে তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন জওয়ানেরা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি ৷ সৌজন্যে আইটিবিপি ৷
পুরু বরফে ঢেকে রয়েছে চারিদিক ৷ চলছে প্রবল হাওয়া ৷ এক লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন আইটিবিপি জওয়ানেরা ৷ ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে তেরঙ্গাকে স্যালুট করছেন সকলে ৷
#ITBP personnel celebrating #RepublicDay2019 at 18K Ft and minus 30 degree Celsius somewhere in Laddakh.#Himveers#Himalayas#HappyRepublicDay2019 pic.twitter.com/JOOBobu5ZU
— ITBP (@ITBP_official) January 26, 2019
তুষারে ঢেকে রয়েছে গোটা লাদাখ ৷ সাধারণ মানুষের পক্ষে যেখানে বেঁচে থাকাই দায় ৷ সেখানে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে দিনের পর দিন সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে ৷
ছবির পশাপাশি প্রকাশ্যে এসেছে দু’টি ভিডিও ৷ একটিতে দেখা যাচ্ছে, পতাকা উত্তোলন করছেন জওয়ানেরা ৷ অন্যদিকে আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা পুরু বরফে প্রায় যেখানে পা ডুবে যাচ্ছে একেবারে ৷ সেই রাস্তা দিয়েই তাঁরা জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন ৷
লাদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের জাচেপ লা সীমান্ত পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইটিবিপি জওয়ানেরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ITBP, Ladakh, Republic Day, Republic Day 2019