১৮হাজার ফুট, -৩০° সেলসিয়াস ! লাদাখে তেরঙ্গা তুলছেন বীর জওয়ানেরা

Last Updated:
#লাদাখ: তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৷ পারদ ছুঁয়েছে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস ৷ কিন্তু প্রবল শীতেও রীতি মেনে লাদাখে ৭০ তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন ভারতীয় সেনারা ৷
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ফুট উঁচু লাদাখের পাহাড়ে তেরঙ্গা পতাকা উত্তোলন করলেন জওয়ানেরা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি ৷ সৌজন্যে আইটিবিপি ৷
পুরু বরফে ঢেকে রয়েছে চারিদিক ৷ চলছে প্রবল হাওয়া ৷ এক লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন আইটিবিপি জওয়ানেরা ৷ ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে তেরঙ্গাকে স্যালুট করছেন সকলে ৷
advertisement
advertisement
তুষারে ঢেকে রয়েছে গোটা লাদাখ ৷ সাধারণ মানুষের পক্ষে যেখানে বেঁচে থাকাই দায় ৷ সেখানে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে দিনের পর দিন সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে ৷
advertisement
ছবির পশাপাশি প্রকাশ্যে এসেছে দু’টি ভিডিও ৷ একটিতে দেখা যাচ্ছে, পতাকা উত্তোলন করছেন জওয়ানেরা ৷ অন্যদিকে আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা পুরু বরফে প্রায় যেখানে পা ডুবে যাচ্ছে একেবারে ৷ সেই রাস্তা দিয়েই তাঁরা জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন ৷
লাদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের জাচেপ লা সীমান্ত পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইটিবিপি জওয়ানেরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
১৮হাজার ফুট, -৩০° সেলসিয়াস ! লাদাখে তেরঙ্গা তুলছেন বীর জওয়ানেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement