IT survey at BBC Office: নিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন! বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর

Last Updated:

IT survey at BBC Office: জানা যাচ্ছে, এই সার্ভে অভিযানের অংশ হিসাবে বিবিসি-র ব্যবসায়িক নথি খতিয়ে দেখছে। বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।

বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর
বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর
নয়া দিল্লি: মঙ্গলবার আয়কর বিভাগ দিল্লি ও মুম্বইতে বিবিসি-র অফিসে একটি 'সার্ভে' চালায়। কয়েকদিন আগেই বিবিসি-র একটি ডকুমেন্টারি সম্প্রচার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। একের পর এক তোপ দেগেছিলেন বিজেপি নেতারা। ঠিক তার কয়েক সপ্তাহের মধ্যেই এদিন বিবিসির এই দুটি অফিসে সার্ভে চালাল আয়কর দফতর।
জানা গিয়েছে, এদিন আয়কর বিভাগের ১৫ জনের একটি দল সার্ভে চালায়। বিবিসির অফিসে উপস্থিত কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। এমনকী কম্পিউটার-ল্যাপটপের মতো সিস্টেম আপাতত স্পর্শ করতে নিষেধ ধরা হয়েছে। জানা যাচ্ছে, এই সার্ভে অভিযানের অংশ হিসাবে বিবিসি-র ব্যবসায়িক নথি খতিয়ে দেখছে। বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গিয়েছে, বিবিসির অ্যাকাউন্টস বিভাগের কম্পিউটারগুলি খতিয়ে দেখছেন আইটি অফিসাররা। আপাতত কোনও কর্মীকে অফিসের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত মোবাইল আপাতত জমা রাখতে হয়েছে। সেগুলি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে কংগ্রেস। তারা জানিয়েছে, প্রথমে বিবিসি ডকুমেন্টারি এসেছিল, তা নিষিদ্ধ করা হয়েছিল। এখন বিবিসিতে আয়করের সার্ভে চালানো হয়েছে। কর্মচারীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। অঘোষিত জরুরি অবস্থার সমান।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IT survey at BBC Office: নিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন! বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement