IT survey at BBC Office: নিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন! বিবিসি-র অফিসে কেন আয়কর দফতর
- Published by:Suvam Mukherjee
Last Updated:
IT survey at BBC Office: জানা যাচ্ছে, এই সার্ভে অভিযানের অংশ হিসাবে বিবিসি-র ব্যবসায়িক নথি খতিয়ে দেখছে। বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।
নয়া দিল্লি: মঙ্গলবার আয়কর বিভাগ দিল্লি ও মুম্বইতে বিবিসি-র অফিসে একটি 'সার্ভে' চালায়। কয়েকদিন আগেই বিবিসি-র একটি ডকুমেন্টারি সম্প্রচার ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। একের পর এক তোপ দেগেছিলেন বিজেপি নেতারা। ঠিক তার কয়েক সপ্তাহের মধ্যেই এদিন বিবিসির এই দুটি অফিসে সার্ভে চালাল আয়কর দফতর।
জানা গিয়েছে, এদিন আয়কর বিভাগের ১৫ জনের একটি দল সার্ভে চালায়। বিবিসির অফিসে উপস্থিত কর্মীদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। এমনকী কম্পিউটার-ল্যাপটপের মতো সিস্টেম আপাতত স্পর্শ করতে নিষেধ ধরা হয়েছে। জানা যাচ্ছে, এই সার্ভে অভিযানের অংশ হিসাবে বিবিসি-র ব্যবসায়িক নথি খতিয়ে দেখছে। বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গিয়েছে, বিবিসির অ্যাকাউন্টস বিভাগের কম্পিউটারগুলি খতিয়ে দেখছেন আইটি অফিসাররা। আপাতত কোনও কর্মীকে অফিসের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত মোবাইল আপাতত জমা রাখতে হয়েছে। সেগুলি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে কংগ্রেস। তারা জানিয়েছে, প্রথমে বিবিসি ডকুমেন্টারি এসেছিল, তা নিষিদ্ধ করা হয়েছিল। এখন বিবিসিতে আয়করের সার্ভে চালানো হয়েছে। কর্মচারীদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। অঘোষিত জরুরি অবস্থার সমান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 4:00 PM IST