ছাত্রকে 'জঙ্গি' নামে ডাকা এমন কিছু বড় বিষয় নয়, মত কর্নাটকের শিক্ষামন্ত্রীর

Last Updated:

সম্প্রতি কর্নাটকের একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের একটি ভিডিও ভাইরাল হয় হুহু করে। সেই ভিডিয়োয় দেখা যায়, এক অধ্যাপক এক ছাত্রকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন। উত্তরে সেই ছাত্র তাঁর নাম বলতেই তিনি বলে ওঠেন, "ও তাহলে তো তুমি কসাবের মতো!"

#বেঙ্গালুরু: মুসলিম ছাত্রকে জঙ্গি সম্বোধনের ঘটনা এমন কিছু বড় বিষয় নয়, মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিজেপি শাসিত কর্নাটকের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ। তাঁর বক্তব্য, ওই শিক্ষকের এমন মন্তব্য করা কখনওই উচিত হয়নি, কিন্তু বর্তমানে বিষযটি নিয়ে শুধু শুধু রাজনীতি করা হচ্ছে।
সম্প্রতি কর্নাটকের একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের একটি ভিডিও ভাইরাল হয় হুহু করে। সেই ভিডিয়োয় দেখা যায়, এক অধ্যাপক এক ছাত্রকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন। উত্তরে সেই ছাত্র তাঁর নাম বলতেই তিনি বলে ওঠেন, "ও তাহলে তো তুমি কসাবের মতো!"
advertisement
advertisement
এরপরে প্রতিবাদে সরব হন ওই ছাত্র। কড়া ভাষায় আক্রমণ করেন ওই শিক্ষককে। তার পরেই অবশ্য তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান ওই অধ্যাপক। পরে সেই ভিডিও ঘিরেই বিতর্কের ঝড় ওঠে সব মহলে।
মঙ্গলবার এই প্রসঙ্গে কর্নাটকের শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "কসাবের নামোচ্চারণ করা হয়েছে বলে এটাকে এত বড় ইস্যু কেন করা হচ্ছে?" তাঁর কথায়, এখন আকছাড় 'শকুনি', 'রাবণ'-এর মতো শব্দ ব্যবহার করা হয়। এমনকি, বিধানসভাতেও এমন শব্দ ব্যবহার করা হয়, যা অনুচিত। কিন্তু, তা নিয়ে তেমন শোরগোল হয় না বলেই মনে করেন কর্নাটকের শিক্ষামন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছাত্রকে 'জঙ্গি' নামে ডাকা এমন কিছু বড় বিষয় নয়, মত কর্নাটকের শিক্ষামন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement