ছাত্রকে 'জঙ্গি' নামে ডাকা এমন কিছু বড় বিষয় নয়, মত কর্নাটকের শিক্ষামন্ত্রীর
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সম্প্রতি কর্নাটকের একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের একটি ভিডিও ভাইরাল হয় হুহু করে। সেই ভিডিয়োয় দেখা যায়, এক অধ্যাপক এক ছাত্রকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন। উত্তরে সেই ছাত্র তাঁর নাম বলতেই তিনি বলে ওঠেন, "ও তাহলে তো তুমি কসাবের মতো!"
#বেঙ্গালুরু: মুসলিম ছাত্রকে জঙ্গি সম্বোধনের ঘটনা এমন কিছু বড় বিষয় নয়, মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিজেপি শাসিত কর্নাটকের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ। তাঁর বক্তব্য, ওই শিক্ষকের এমন মন্তব্য করা কখনওই উচিত হয়নি, কিন্তু বর্তমানে বিষযটি নিয়ে শুধু শুধু রাজনীতি করা হচ্ছে।
সম্প্রতি কর্নাটকের একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের একটি ভিডিও ভাইরাল হয় হুহু করে। সেই ভিডিয়োয় দেখা যায়, এক অধ্যাপক এক ছাত্রকে তাঁর নাম জিজ্ঞাসা করছেন। উত্তরে সেই ছাত্র তাঁর নাম বলতেই তিনি বলে ওঠেন, "ও তাহলে তো তুমি কসাবের মতো!"
advertisement
advertisement
এরপরে প্রতিবাদে সরব হন ওই ছাত্র। কড়া ভাষায় আক্রমণ করেন ওই শিক্ষককে। তার পরেই অবশ্য তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান ওই অধ্যাপক। পরে সেই ভিডিও ঘিরেই বিতর্কের ঝড় ওঠে সব মহলে।
মঙ্গলবার এই প্রসঙ্গে কর্নাটকের শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "কসাবের নামোচ্চারণ করা হয়েছে বলে এটাকে এত বড় ইস্যু কেন করা হচ্ছে?" তাঁর কথায়, এখন আকছাড় 'শকুনি', 'রাবণ'-এর মতো শব্দ ব্যবহার করা হয়। এমনকি, বিধানসভাতেও এমন শব্দ ব্যবহার করা হয়, যা অনুচিত। কিন্তু, তা নিয়ে তেমন শোরগোল হয় না বলেই মনে করেন কর্নাটকের শিক্ষামন্ত্রী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2022 5:56 PM IST