Israel-Palestine Conflict: 'জঙ্গি হামলায় উদ্বিগ্ন,' যুদ্ধময় পরিস্থিতিতে ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Israel-Palestine Conflict: ইজরায়েল-প্যালেস্টাইনর উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়া দিল্লি: ইজরায়েল-প্যালেস্টাইনের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “ইজরায়েলে জঙ্গি হামলা নিয়ে আমি খুব উদ্বিগ্ন। আক্রান্ত সাধারণ মানুষদের পাশে আমরা আছি। কঠিন সময়ে ইজরায়েলের পাশে আমরা রয়েছি।” এখনও পর্যন্ত যা খবর আসছে, প্যালেস্টাইন থেকে অন্তত ৭ হাজার রকেট ছোঁড়া হয়েছে ইজরায়েলে। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকাগুলি লক্ষ্য করে এই রকেটগুলি ছোড়া হয়েছে। হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। প্রচুর লোক আহত হয়েছেন। ইজরায়েল সীমান্ত টপকে প্রচুর বন্দুকধারী প্যালেস্টাইনের দিক থেকে ইজরায়েলে প্রবেশ করেছে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, “আমরা যুদ্ধে রয়েছি, কোনও ছোট সেনা অভিযানে কিন্তু নেই। আমরা যুদ্ধে আছি। আজ সকালে হামাস ইজরায়েল এবং তার নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। শত্রুদের এর মূল্য দিতে হবে। আমরা যুদ্ধে আছি এবং আমরা জিতবই।”
Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
advertisement
advertisement
অন্যদিকে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আমাদের জনগণের “দখলদার সৈন্যদের সন্ত্রাসের” বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তাঁর সভাপতিত্বে একটি জরুরি মিটিং হয়। সেখানে প্যালেস্টাইনের বেসামরিক ও সামরিক আধিকারিকরা ছিলেন। প্যালেস্টাইনের সংগঠন আল-নাসের সালাহ দাবি করেছে বেশ কিছু ইজরায়েলি সৈন্যকে তারা আটক করেছে।
অন্যদিকে এই যুদ্ধে ইজরাইলকে সমর্থন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি লিখেছেন, “ইজরায়েলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। আমি এই হামলায় আক্রান্ত, তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি।”
advertisement
ইজরায়েলে হামাসের হামলার কারণে ভারত ইজরায়েলে থাকা ভারতীয়দের জন্য একটি পরামর্শ জারি করেছে। ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য শনিবার ভারতীয় দূতাবাসের জারি করা একটি পরামর্শে, ভারতীয়দের অপ্রয়োজনীয় চলাচল এড়াতে এবং সুরক্ষা স্থানের কাছাকাছি থাকতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সমস্ত নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে বলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 5:27 PM IST