মু্ম্বইয়ে ৩ আইএস জঙ্গি, জারি সর্তকতা

Last Updated:

আজমল কাসভদের দেখানো পথেই আবারও তিন সন্দেহভাজন আইএস জঙ্গি প্রবেশ করেছে মুম্বইয়ে ৷

#মু্ম্বই: ফের জঙ্গি হামলার আশঙ্কা বাণিজ্যনগরীতে ৷ আজমল কাসভদের দেখানো পথেই আবারও তিন সন্দেহভাজন আইএস জঙ্গি প্রবেশ করেছে মুম্বইয়ে ৷ গোয়েন্দা সূত্রে এমন খবরেই তৈরি হয়েছে আশঙ্কা ৷
মঙ্গলবার রাতে জলপথে মুম্বইয়ে প্রবেশ করেছে তিন সন্দেহভাজন ৷ ভারতীয় কোস্ট গার্ডের তরফে এই সতর্কবার্তা পেয়েই হাই অ্যালার্ট জারি করে মুম্বই পুলিশ ৷ এরপরই শুরু হয় শহর জুড়ে তল্লাশি ৷ বিশেষত মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার আশেপাশে নিম্নমানের হোটেল ও লজগুলি নজরে রয়েছে পুলিশের ৷ গত রাত থেকে এদিনের মধ্যে যতজন হোটেলে থাকতে এসেছেন তাদের পরিচয় পত্র খুঁটিয়ে দেখা চলছে ৷
advertisement
শহর জুড়ে চলছে অভিযান ৷ স্টেশন, সাবওয়ে, বাস স্টপেজ, শপিং মল, সিনেমা হলের মতো জনবহুল এলাকায় নজর রাখতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী ৷ সন্দেহভাজনের খোঁজে ড্রোন ক্যামেরা, পুলিশ কুকুর ও শহরে লাগানো সিসিটি্ভিরও সাহায্য নেওয়া হচ্ছে ৷
advertisement
২০০৮-এ নভেম্বর মাসে ১০ জন লস্কর-ই-তৈবা জঙ্গিরা এই জলপথেই মুম্বইতে প্রবেশ করে হামলা চালিয়েছিল। সেবার জঙ্গি আক্রমণে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। লড়াইয়ে ৯ জঙ্গিকে নিকেশ করে পুলিশ ও সেনা এবং এক জঙ্গিকে জীবিত গ্রেফতার করা হয় ৷ ধৃত জঙ্গি আজমল কাসভকে দোষী সাবাস্ত করে ফাঁসির নির্দেশ দেয় আদালত ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মু্ম্বইয়ে ৩ আইএস জঙ্গি, জারি সর্তকতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement