পাকিস্তানের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৩২
Last Updated:
#ইসলামাবাদ: ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩২। দুটি পৃথক নির্বাচনী জনসভায় এই বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে আছেন বালুচিস্তান আওয়ামি পার্টির নেতা সিরাজ রাইসানি। বালুচিস্তানের মাস্তাং এলাকায় তাঁর সভাকে নিশানা করে হামলা করে সন্ত্রাসবাদীরা। ঘটনায় আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নিহত এই নেতা হলেন বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে বেলুচিস্তানের মাস্তাং এলাকার আত্মঘাতী বোমা হামলায় বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নেতা ও প্রার্থী নওয়াবজাদা সিরাজ রায়সানিসহ ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন। এর আগে সকালে খাইবার পাখতুনখাওয়ায় প্রদেশে মুখ্যমন্ত্রী আকরাম খান দুরানির গাড়ি হামলার ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী সুস্থ থাকলেও সেই হামলায় চারজন মারা গেছেন। আহত হয়েছেন ৩২ জন।
advertisement
গতকাল বৃহস্পতিবার রাতেও বিএপির আরেকটি সমাবেশে হামলায় দুজন আহত হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হায়দার আলী শিকহ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিকেলে বিএপির নেতা নওয়াবজাদা সিরাজের ওই নির্বাচনী সমাবেশকে উদ্দেশ্য করেই আত্মঘাতী হামলা করা হয়েছে বলে জানা যায়। নিহত সিরাজ বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রায়সানির ছোটো ভাই। আহতদের মাস্তাংয়ের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বছরের মার্চ মাসে বিএপি গঠিত হয়।
advertisement
advertisement
তফসিল ঘোষণার পর থেকেই পাকিস্তানে নির্বাচনী সংঘাত বেড়েই চলেছে। এর আগে গত ১০ জুলাই পেশোয়ারে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতা হারুন বিলোরসহ আরো ১৯ জন নিহত হন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2018 8:25 AM IST