যৌনদাসী হতে অস্বীকার, ২৫০ মহিলাকে হত্যা করল ISIS
Last Updated:
জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এ নৃশংসতা ও বর্বরতার নজির বারবার হতচকিত করেছে বিশ্বের মানুষকে ৷ ফের এবার নৃশংস অত্যাচারের নিদর্শন দিল এই জঙ্গি গোষ্ঠী ৷ সম্প্রতি ২৫০ জন মহিলাকে নৃশংস ভাবে খুন করল আইএসআইএস ৷ কারণ তারা এই জঙ্গিদের যৌনদাসী হতে অস্বীকার করেছে ৷ আইএস যোদ্ধাদের বিয়ে করতে বেশ কয়েকজন মহিলাদের নির্দেশ দিয়েছিল আইএস। কিন্তু মহিলারা এই প্রস্তাবে রাজী না হওয়ায় নৃশংসভাবে তাদের হত্যা করা হয় ৷ এই অপরাধে শুধু মহিলারা নয় বেশ কয়েকজনের পুরো পরিবারকেও হত্যা করা হয় ৷
#মোসুল: জঙ্গি গোষ্ঠী আইএসআইএস-এর নৃশংসতা ও বর্বরতার নজির বারবার হতচকিত করেছে বিশ্বের মানুষকে ৷ ফের এবার নৃশংস অত্যাচারের নিদর্শন দিল এই জঙ্গি গোষ্ঠী ৷ সম্প্রতি ২৫০ জন মহিলাকে নৃশংস ভাবে খুন করল আইএস জঙ্গিরা ৷ কারণ তারা যৌনদাসী হতে অস্বীকার করেছে ৷ আইএস যোদ্ধাদের বিয়ে করতে বেশ কয়েকজন মহিলাদের নির্দেশ দিয়েছিল আইএস। কিন্তু মহিলারা এই প্রস্তাবে রাজী না হওয়ায় নৃশংসভাবে তাদের হত্যা করা হয় ৷ এই অপরাধে শুধু মহিলারা নয় বেশ কয়েকজনের পুরো পরিবারকেও হত্যা করা হয়েছে ৷
সংবাদমাধ্যম সূত্রে খবর, জঙ্গিদের দখলে থাকা এলাকাগুলিতে মহিলাদের উপর অকত্য অত্যাচার করা হয় ৷ জারি করা হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞাও ৷ যেমন, বাড়ির বাইরে বেড়নোর কোনও অধিকার নেয় মোসুলের মহিলাদের ৷ এমনকী নিজেদের জীবনসঙ্গী পছন্দ করারও অধিকার নেয় কোনও মহিলার ৷ ২০১৪ সালে আইএস মোসুল শহর দখল করার পর থেকেই প্রতিনিয়ত জঙ্গিদের লালসার ও নির্যাতনের স্বীকার হতে হয়েছে মহিলাদের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2016 2:06 PM IST