বিরাট বেকায়দায় লালু...! বিহার নির্বাচনের মাঝেই বড় ধাক্কা, IRCTC কেলেঙ্কারিতে মামলা দায়ের

Last Updated:

IRCTC Scam: বিহার বিধানসভা নির্বাচনের আগেই বিপাকে লালু প্রাসাদ যাদব। এবার আইআরসিটিসি মামলায় বড় ধাক্কা। এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পাশপাশি, লালু-পুত্র তেজস্বী এবং স্ত্রী রাবরি দেবির বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে।

লালু প্রসাদ যাদব
লালু প্রসাদ যাদব
নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনের আগেই বিপাকে লালু প্রাসাদ যাদব। এবার আইআরসিটিসি মামলায় বড় ধাক্কা। এই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পাশপাশি, লালু-পুত্র তেজস্বী এবং স্ত্রী রাবরি দেবির বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে।
সোমবার, দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের বিশেষ আদালতের বিচারপতি বিশাল গোঙ্গে এই নির্দেশ দিয়েছেন। যদিও, লালু, তেজস্বী এবং রাবরি দেবী সকলেই নিজেদের নির্দোষ দাবি করেছেন। রাবড়ি দেবীর দাবি, মামলাটি ‘ভুয়ো’। লালু যাদব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারার চার্জ গঠন করেছে আদালত। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনের ধারাও যুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু যাদব। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এই সময়কালে আইআরসিটিসি-র হোটেলগুলির রক্ষণাবেক্ষণের জন্য যে চুক্তি বরাদ্দ করা হয়, সেখানে দুর্নীতি করেছেন লালু। আইআরসিটিসি-র দুটি হোটেল, বিএনআর পুরি এবং বিএনআর রাঁচির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় সুজাতা হোটেল। অভিযোগ, সেই চুক্তি পাইয়ে দেওয়ার জন্য বেনামি সংস্থার মাধ্যমে বহুমূল্যের তিন একর জমি নিয়েছেন লালু।
advertisement
আদালত বলেছে যে লালুর নেতৃত্বে এই ষড়যন্ত্র রচিত হয়েছিল। তবে, অভিযুক্তরা নিজেদের নির্দোষ বলে ঘোষণা করেছে। আদালত যখন লালু যাদবকে জিজ্ঞাসা করে যে তিনি কি তার দোষ স্বীকার করেছেন, তখন লালু যাদব, রাবড়ি এবং তেজস্বী যাদব তাঁদের দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানান। তারা বলেন যে তারা বিচারের মুখোমুখি হবেন। যেসব ধারায় অভিযোগ গঠন করা হয়েছে তার মধ্যে রয়েছে আইপিসি ৪২০, আইপিসি ১২০বি, এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৩(২) এবং ১৩(১)(ডি) ধারা। আদেশে বলা হয়েছে যে লালুর জ্ঞানেই এই ষড়যন্ত্র রচিত হয়েছিল। আদালত বলেছে যে রাবড়ি এবং তেজস্বী কম দামে জমি পেয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিরাট বেকায়দায় লালু...! বিহার নির্বাচনের মাঝেই বড় ধাক্কা, IRCTC কেলেঙ্কারিতে মামলা দায়ের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement