IRCTC Food and Water: স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ২০-৫০ টাকায় দারুণ খাবার ও জল, পরিষেবায় নয়া উদ্যোগ রেলের

Last Updated:

IRCTC Food and Water: খাবার ও পানীয় জলের সুবন্দোবস্ত রেল স্টেশনে। জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচগুলির সামনে পানীয় জলের বোতল রাখার পাশাপাশি দূর পাল্লার ট্রেনগুলির কোচের মধ্যেই এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করা রয়েছে।

খাবার ও পানীয় জলের সুবন্দোবস্ত রেল স্টেশনে
খাবার ও পানীয় জলের সুবন্দোবস্ত রেল স্টেশনে
গুয়াহাটি: গ্রীষ্মকালে যাত্রীদের সুলভ মূল্যে খাবার দেবে ভারতীয় রেলওয়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ০৮টি স্টেশনে এই আহারের কাউন্টার উপলব্ধ। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিজেদের অধিক্ষেত্রের অন্তর্গত সমস্ত রেলওয়ে স্টেশনে এবং দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের জন্য সুলভ মূল্যে আহার ও প্যাকেটজাত পানীয় জল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ০৮টি স্টেশন যেমন গুয়াহাটি, কামাখ্যা, রঙিয়া, নিউ কোচবিহার, কাটিহার, নিউ তিনসুকিয়া, নাহরলগুন এবং নিউ আলিপুরদুয়ারের ০৯টি স্থান-সহ সামার স্পেশ্যাল ট্রেনগুলিতে এই পরিষেবা পাওয়া যাবে। এর ফলে যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় গুণমানসম্পন্ন পরিষেবার অভিজ্ঞতা লাভ করবেন। এই পদক্ষেপের মধ্যে জেনারেল সেকেন্ড ক্লাস ও স্লিপার ক্লাস কোচগুলির সামনে পানীয় জলের বোতল রাখার পাশাপাশি দূর পাল্লার ট্রেনগুলির কোচের মধ্যেই এই ব্যবস্থা অন্তর্ভুক্ত করা রয়েছে।
advertisement
advertisement
ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে জেনারেল কোচের যাত্রীদের ২০ টাকার সাশ্রয়ী মূল্যে সুলভ আহার এবং সাশ্রয়ী মূল্যে ২০০ এমএল জলের গ্লাস-সহ ৫০ টাকার স্ন্যাক্স দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। আইআরসিটিসি ভেন্ডররা প্যাকেটজাত আহার এবং পানীয় জলের ট্রে নিয়ে যাত্রীদের সহায়তার জন্য প্রস্তুত। এরকম কম দামে বিকল্পের ফলে যাত্রীরা নিজেদের প্রাথমিক চাহিদাগুলির জন্য উদ্বেগহীনভাবে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন।
advertisement
গত বছরে প্রায় ৫১টি স্টেশনে এই পরিষেবা সফলভাবে চালু করা হয়েছিল। এই সাফল্যের উপর নির্ভর করে রেলওয়ে এই কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে, যার ফলে বর্তমানে সমগ্র ভারতীয় রেলওয়ের ১০০টিরও বেশি স্টেশনে ১৫০টির কাছাকাছি কাউন্টার কাজ করছে। এই পদক্ষেপ আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, নিকট ভবিষ্যতে আরও বেশি স্টেশনকে এই পরিষেবার আওতাভুক্ত করা হবে।বিশেষত যে সমস্ত যাত্রী জেনারেল ক্লাসের কোচে যাত্রা করেন তাঁদের জন্য এই কর্মসূচিটি উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়ে উঠবে। সহজে উপলব্ধ সুলভ মূল্যের খাদ্য ও স্ন্যাক্স ভ্রমণের সময় যাত্রীদের স্বাচ্ছন্দ্যে রাখার নিশ্চয়তা প্রদান করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
IRCTC Food and Water: স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর! এখন থেকে মাত্র ২০-৫০ টাকায় দারুণ খাবার ও জল, পরিষেবায় নয়া উদ্যোগ রেলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement