Tatkal Ticket Booking: তৎকালে টিকিট কাটার সময় কি বদলে যাচ্ছে? যাত্রীদের বিভ্রান্তি দূর করল আইআরসিটিসি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বর্তমান নিয়ম অনুযায়ী যাত্রা শুরুর একদিন আগে তৎকাল টিকিটের বুকিং করা যায়৷ সকাল দশটা থেকে এসি-র দ্বিতীয়, তৃতীয়, সিসি, ইসি এবং থ্রিই শ্রেণির টিকিট বুকিং চালু হয়৷
নয়াদিল্লি: সত্যিই কি বদলে যাচ্ছে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের সময়? সমাজমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়ে এই খবরের সত্যতা খারিজ করল ভারতীয় রেল৷ রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তৎকাল বা প্রিমিয়াম তৎকাল ট্রেনের টিকিট বুকিংয়ের সময়ের পরিবর্তন করার কোনও প্রস্তাব অথবা সিদ্ধান্ত নেওয়াই হয়নি৷
এক্স হ্যান্ডেলে আইআরসিটিসি-র করা পোস্টে জানানো হয়েছে, ‘সমাজমাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছে যে তৎকাল এবং প্রিমিয়াম তৎকালের ট্রেনের টিকিট বুকিং ভিন্ন ভিন্ন সময়ে করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে৷ এসি এবং নন এসি ক্লাসের ট্রেনের টিকিটের তৎকাল অথবা প্রিমিয়াম তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে এমন কোনও সিদ্ধান্ত অথবা প্রস্তাব নেওয়া হয়নি৷ এজেন্টদের জন্য টিকিট বুকিংয়ের অনুমোদিত সময়ও অপরিবর্তিত থাকছে৷’
advertisement
Some posts are circulating on Social Media channels mentioning about different timings for Tatkal and Premium Tatkal tickets.
No such change in timings is currently proposed in the Tatkal or Premium Tatkal booking timings for AC or Non-AC classes.
The permitted booking… pic.twitter.com/bTsgpMVFEZ
— IRCTC (@IRCTCofficial) April 11, 2025
advertisement
advertisement
টিকিট বুকিং সংক্রান্ত নিয়মে যে কোনও পরিবর্তন বা খবরের কোনও গুজবে কান না দিয়ে জন্য শুধুমাত্র সরকারি নির্দেশিকার উপরে নির্ভর করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে ভারতীয় রেল৷
বর্তমান নিয়ম অনুযায়ী যাত্রা শুরুর একদিন আগে তৎকাল টিকিটের বুকিং করা যায়৷ সকাল দশটা থেকে এসি-র দ্বিতীয়, তৃতীয়, সিসি, ইসি এবং থ্রিই শ্রেণির টিকিট বুকিং চালু হয়৷ সকাল ১১টা থেকে নন এসি শ্রেণির তৎকাল টিকিট বুকিং শুরু হয়৷ এসি ফার্স্ট ক্লাসের টিকিট তৎকালে কাটা যায় না৷ আইআরসিটিসি ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটা যায়৷ তৎকালে কাটা কনফার্মড টিকিট ক্যানসেল করলে কোনও মূল্য ফেরত পাওয়া যায় না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 9:45 AM IST