INX মিডিয়া মামলায় চিদম্বরমকে সমন পাঠাল ইডি
Last Updated:
#নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়ার জন্য কয়েক’শো কোটি টাকা আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ বুধবার সেই মামলাতেই জরুরি সমন পাঠিয়ে চিদম্বরমকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)৷
ইউপিএ-১ সরকারের আমলে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। সেই সময়েই এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে সাড়ে তিন হাজার কোটি টাকা এবং আইএনক্স মিডিয়ায় ৩০৫ কোটি টাকা দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে ৷ ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের মাধ্যমে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে চিদম্বরমের বিরুদ্ধে ।
advertisement
advertisement
এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিবিআই। ঘটনার তদন্তে নেমে চিদম্বরমের ছেলে কার্তির বিরুদ্ধে উঠে আসে একাধিক অভিযোগ ৷ তার জেল পর্যন্ত হয় ৷ যদিও পরে জামিন পেয়ে যান তিনি ৷ পাশাপাশি আইএনএক্স মিডয়ার তদন্তে নেমে সংস্থার ডিরেক্টর পিটার এবং ইন্দ্রানি মুখার্জিরও জেল হয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 19, 2018 1:14 PM IST