এত বছর পর হঠাৎ জয়ললিতার মৃত্যু নিয়ে রহস্য! ‘শশীকলা অভিযুক্ত’ বলছে তদন্ত কমিটি

Last Updated:

২০১৬ সালের ২২ সেপ্টেম্বর জয়ললিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপর সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷

জয়ললিতার মৃত্যু নিয়ে তদন্ত চলছে
জয়ললিতার মৃত্যু নিয়ে তদন্ত চলছে
#চেন্নাই: জয়ললিতার মৃত্যু নিয়ে বড় খবর৷ অরঙ্গস্বামী কমিশনের দেওয়া ৬০৮ পাতার রিপোর্টে বলা হয়েছে, জয়ললিতার মৃত্যুর জন্য দায় বর্তায় ভিকে শশীকলার উপরে৷ শুধু তাই নয়, যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা, চিকিৎসক শিবকুমার (জয়ললিতার নিজের চিকিৎসক ও শশীকলার আত্মীয়), প্রাক্তন স্বাস্থ্য সচিব রাধাকৃষ্ণন ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়বাস্করের বিরুদ্ধে জয়ললিতার মৃত্যু নিয়ে তদন্ত করা দরকার৷ তাঁদের এই ঘটনায় অন্যায় যোগ থাকতে পারে৷
কিসের উপর তদন্ত করার নির্দেশ করা হয়েছে৷ বলা হয়েছে, ২০১৬ সালের ২২ সেপ্টেম্বর জয়ললিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপর সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷ এই গোটা প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন: ইডি, সিবিআই তদন্তের মাঝেই d.el.ed কলেজ গুলোর অধ্যক্ষদের সঙ্গে বৈঠক, নজরে আজ প্রাথমিক শিক্ষা পর্ষদ
অগস্ট মাসে এই নিয়ে স্ট্যালিন মন্ত্রিসভায় আলোচনাও হয়েছিল৷ এর মধ্যেই অরঙ্গস্বামী একটি রিপোর্ট জমা করেছিলেন৷ সেটি গত মঙ্গলবার জমা পড়েছিল স্ট্যালিন প্রশাসনের কাছে৷
advertisement
এর পর ২০১৬ সালের ৫ ডিসেম্বর জয়ললিতার মৃত্যু হয়৷ এর আগের এআইএডিএমকে সরকারের আমলে জয়ললিতার মৃত্যু নিয়ে একটি তদন্তের জন্য কমিটি গঠন করা হয়৷ মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এত বছর পর হঠাৎ জয়ললিতার মৃত্যু নিয়ে রহস্য! ‘শশীকলা অভিযুক্ত’ বলছে তদন্ত কমিটি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement