মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট, বিজেপি মুখ্যমন্ত্রীর সুরে গলা মেলালেন রাজ্যপালও
Last Updated:
মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বক্তব্যেই সমর্থন রাজ্যপাল তথাগত রায়ের
#নয়াদিল্লি: ইন্টারনেট নাকি ভারতে নতুন নয় ৷ মহাভারতের যুগেও ছিল ইন্টারনেট ৷ মহাভারতের সময়ও ছিল স্যাটেলাইটের সুবিধাও। সে সবের মাধ্যমেই কুরুক্ষেত্রে পাণ্ডব এবং কৌরবদের যুদ্ধ দেখে ধৃতরাষ্ট্রকে বর্ণনা শুনিয়েছিলেন সঞ্জয়। মন্তব্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের। এই মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠলেও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে দাঁড়িয়েছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।
মুখ্যমন্ত্রীর সমর্থনে রাজ্যপালের ট্যুইট, ওই সময়ের পৌরাণিক জগতের উদাহরণ দিতে গিয়েই এই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আগরতলায় এক কর্মশালায় বিতর্কিত মন্তব্যটি করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বিপ্লব দেবের মন্তব্য তথাগত রায়ের সমর্থনের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সঙ্গে ছড়িয়ে পড়ছে মস্করাও
আগরতলায় সোমবার একটি অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘যে মহাভারতের যুগ থেকেই ইন্টারনেটের প্রয়োগ হয়ে আসছে ৷ ধৃতরাষ্ট্র কুরক্ষেত্র থেকে অনেক দূরে থেকেও সঞ্জয়ের থেকে সমস্ত তথ্য পেতেন ৷ এ সবই সম্ভব হয়েছিল ইন্টারনেট ও স্যাটেলাইটের সাহায্যে ৷ কী করে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলেন, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে যুদ্ধের দৃশ্যের বর্ণনা করতে পারলেন? ’
advertisement
advertisement
দীর্ঘ বাম শাসনের অবসানের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার প্রয়াসকে স্বাগত জানিয়েছেন তিনি ৷ সেই সময়ই এমন আজব দাবি করে বসেন তিনি ৷
এটাই প্রথম নয় ৷ এর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মিসাইল ও রকেটের তুলনা ভগবান রামের তিরের সঙ্গে তুলনা করেছেন ৷ শুধু তাই নয় ডারউইনের তত্ত্ব মিথ্যে বলেও চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল ৷
advertisement
Tripura Chief Minister’s observations about the happenings of the Puranic period are topical. It is virtually impossible to conceive of devices like ‘Divya drishti’,Pushpaka Ratha’,etc without some kind of prototype and study thereon
— Tathagata Roy (@tathagata2) April 18, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2018 6:07 PM IST