PM Narendra Modi on Yoga Day 2021: 'করোনাকালে যোগাভ্যাস ভিতর থেকে শক্তির জোগানদাতা', আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মোদির

Last Updated:

সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2021) জাতির উদ্দেশে বার্তায় বলেছেন এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

#নয়াদিল্লি: করোনাভাইরাসের কালবেলায় (Coronavirus 2nd Wave) যোগাভ্যাস (Yoga) মানুষের ভিতরকার আভ্যন্তরীণ শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। এই মারণ ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার শক্তি জোগাচ্ছে এই অভ্যেস। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2021) জাতির উদ্দেশে বার্তায় বলেছেন এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায়, 'যোগাভ্যাস নেতিবাচকতা থেকে ইতিবাচক, ক্লান্তি থেকে শক্তির পথপ্রদর্শনকারী।'
সোমবার, ২১ জুন পূর্ব নির্ধারিত সময় মতোই ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। গেরুয়া কুর্তা পাজামায় দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, 'যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। এই সময় যোগাভ্যাস মানুষের ভিতর থেকে শক্তির জোগানদাতা হয়ে উঠেছে। যোগ নিজস্ব নিয়মানুবর্তিতা, এবং মানুষ যে এই ভাইরাসের মোকাবিলায় সক্ষম সেই শক্তির জোগান দেয়। প্রথম সারির করোনা যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে।'
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মোদির দাবি, 'করোনাকালে যোগাসনের প্রতি মানুষের ঝোঁক আরও বেড়েছে। বিশ্বের বেশিরভাগ দেশেই যোগ দিবস কোনও পুরনো ঐতিহ্যশালী উৎসব নয়। এমন কঠিন সময়ে মানুষ যখন এত অসুবিধার মধ্যে রয়েছেন, তখন যে কেউই এটা ভুলে যেতে পারেন। কিন্তু মানুষের যোগের প্রতি উৎসাহ দিন দিন বেড়েছে। যোগের প্রতি ভালোবাসা আরও প্রকট হয়েছে।' প্রধানমন্ত্রীর কথায়, 'কোভিডের সময় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগাভ্যাসের জুড়ি মেলা ভার। আমরা দেখেছি বিভিন্ন অনলাইন ক্লাসের শুরুতেও শ্বাসের ব্যায়াম ও যোগাসন করানো হচ্ছে। বাচ্চাদের এতে অনেক সুবিধে হবে করোনার মোকাবিলা করতে।'
advertisement
সলতে পাকানো শুরু হয়েছিল মোদি ক্ষমতায় আসার পরই। প্রধানমন্ত্রী হিসাবে তাঁর প্রথম রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের বক্তৃতাতেই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন মোদি। সে সময় তাঁর আনা প্রস্তাবে সমর্থন করেছিল ১৭৭টি দেশ। সোমবার, ২১ জুন ২০২১, সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস (7th International Yoga Day)।
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi on Yoga Day 2021: 'করোনাকালে যোগাভ্যাস ভিতর থেকে শক্তির জোগানদাতা', আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement