International Yoga Day 2021: ভাল থাকার উপায় হল যোগাসন...স্যান্ড আর্টে বার্তা শিল্পী সুদর্শন পট্টনায়কের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sudarsan Pattnaik: আন্তর্জাতিক যোগ দিবসের দিন বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে তাঁর দুর্দান্ত স্যান্ড আর্টে সেই বার্তাই দিলেন ৷
পুরী: ২১ জুন, সোমবার গোটা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে এই যোগ দিবসের খসড়া প্রস্তাব পাশ হয় এবং ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস বলে আখ্যা দেওয়া হয়। যোগাভ্যাসের উপকারিতা অনেক, নিজেকে সুস্থ ও ফিট রাখতে হলে যোগের বিকল্প আর নেই। সোমবার, আন্তর্জাতিক যোগ দিবসের দিন বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর সমুদ্র সৈকতে তাঁর দুর্দান্ত স্যান্ড আর্টে সেই বার্তাই দিলেন ৷
#YogaForWellness On #InternationalDayOfYoga My SandArt of #SuryaNamaskar with message “Yoga For Well-Being “at Puri beach in Odisha. #YogaDay2021 pic.twitter.com/lkVgYaItwG
— Sudarsan Pattnaik (@sudarsansand) June 20, 2021
advertisement
বালি শিল্পী বা স্যান্ড আর্টিস্ট হিসাবে সুদর্শন পট্টনায়কের (Sudarsan Pattnaik) নাম বিশ্বজোড়া। এদিন নিজের ট্যুইটার অ্যাকাউন্টে সূর্য নমস্কার হ্যাশট্যাগ দিয়ে তাঁর নিজের শিল্পকীর্তি শেয়ার করেছেন তিনি।
advertisement
কোভিডের দ্বিতীয় ঢেউ চিন্তায় ফেলেছে শিল্পীকে। সেই নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন শিল্পী। সম্প্রতি বালি দিয়ে তিন রকমের ডিজাইন তৈরি করে জনসমাজে সচেতনতা প্রসারের চেষ্টা করছিলেন সুদর্শন। মাস্ক পরার সঙ্গে সঙ্গে যে সামাজিক দূরত্ব বিধি মেনে চলারও প্রয়োজন আছে সেটাই নিজের স্যান্ড আর্টের মাধ্যমে বলতে চেয়েছিলেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2021 9:15 AM IST