#কলকাতা: শাড়ির সঙ্গে টি-শার্ট পরার চল অনেকদিনের। এবার টিম-আপ করুন নিত্যনতুন স্টাইলের টপ দিয়ে।
রইল পাঁচ রকম স্টাইলিংয়ের হদিশ--১) ব্লাইজের উপর পরুন স্বচ্ছ কেপ। কেপ-এর দুধারেই রয়েছে ঘন সুতোর ফুলেল নকশা।

file photo২) পুরো হাতা শার্ট, কনট্রাস্ট কলার, হাতায় লাল-গোলাপি কম্বিনেশনের প্রিন্ট।

৩) স্পোর্টস টি-র সঙ্গে কনট্রাস্ট বাটিক শাড়ি পরেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

file photo৪) প্রিন্টেড টুন ক্যারেক্টারের ক্রপ টপ, সঙ্গে কনট্রাস্ট শাড়ি।

file photo৫) আজরখ প্রিন্টের কেপ, নীচের অংশে কুচি লাগানো।

file photo
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PoilaBoisakh, PoilaBoisakh Fashion, Poilar Sajghor, Saree with fancy top