KGF: কেজিএফ-এর রকি ভাই প্রেরণা! ১৫ বছরের ছেলে এক প্যাকেট সিগারেটে একসঙ্গে দিল সুখটান, তারপর...

Last Updated:

KGF: কী হয়েছে পরিণতি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: কেজিএফ চ্যাপ্টার টু-এর জ্বরে আক্রান্ত গোটা দেশই। সকলেই দেখে ফেলেছেন এই ছবি। আর সেই কারণেই অনেকে হতে চাইছেন সেলুলয়েডের পর্দায় দেখা হিরোর মতো। কিন্তু সিনেমা আর বাস্তবে যে ফারাক অনেক, সেই কথা ভুলে গিয়ে সেলুয়ডেরে মতো স্টান্ট করতে যাচ্ছেন অনেকেই, আর তাতেই বাড়ছে বিপদ। এই সিনেমার প্রধান চরিত্র রকি ভাই-কে ছবিতে এক প্যাকেট ভর্তি সিগারেট একসঙ্গে খেতে দেখা গিয়েছে, আর সেই কারণেই বাস্তবে হাযদরাবাদের ১৫ বছরের একটি ছেলেও চেয়েছিল, সে রকি ভাই-এর মতো একসঙ্গে এক প্যাকেট সিগারেট খাবে, আর তাতেই হয়েছে বিপত্তি।
কী হয়েছে পরিণতি। ওই ১৫ বছরের কিশোর সরাসরি এক প্যাকেট সিগারেট খেতে গিয়েছিল, তাতেই শরীরে তার বিপুল প্রভাব পড়েছে। শুরু হয়েছে প্রবল গলা ব্যথা ও কাশি। শেষ পর্যন্ত তাঁকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। শনিবার হায়দরাবাদের সেঞ্চুরি হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, তাঁরা ওই কিশোরকে সাফল্যের সঙ্গে চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। শারীরিক চিকিৎসার পাশাপাশি তাঁর মানসিক চিকিৎসাও করা হয়েছে, কাউন্সেলিং হয়েছে দীর্ঘ ক্ষণ ধরে।
advertisement
advertisement
এর পরেই চিকিৎসরা চলচ্চিত্র তারকাদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চিকিৎসক রোহিত রেড্ডি পাথুরি বলেছেন, রকি ভাই-এর মতো চরিত্রের দ্বারা কম বয়সের ছেলে মেযেরা সহজে প্রভাবিত হয়ে পড়ে। চলচ্চিত্র আমাদের সমাজে সব সময়েই এক গভীর প্রভাব বিস্তার করে থাকে। সেই বিষয়টা ছবির তারকাদের মনে রাখা উচিত। বিশেষত রকি ভাইয়ের মতো চরিত্ররা তো প্রভাব বিস্তার করেই। সে কথা মনে রাখা একান্তই প্রযোজন। মদ্যপান, তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ে তাই চলচ্চিত্র নির্মাতাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। পাশাপাশি ভূমিকা থাকে অভিভাবকেরও। তাঁদের ছেলে মেযের উপর নজর রাখা উচিত, বিশেষত এই কৈশোর কালে। কারণ, এই বয়সেই এই নিষিদ্ধ, বেআইনি বিষয়ের প্রতি অনেকের আগ্রহ বাড়ে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
KGF: কেজিএফ-এর রকি ভাই প্রেরণা! ১৫ বছরের ছেলে এক প্যাকেট সিগারেটে একসঙ্গে দিল সুখটান, তারপর...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement