#নয়াদিল্লি: কাশ্মীর সীমান্তে শান্তি বজায় রাখার দুই দেশের মধ্যে বহুবার নানা চুক্তি, নানা আলোচনা চলতেই থাকে ৷ তবু বেশিরভাগ সময়ই সেইসব পদক্ষেপ শিথীল হয়ে পড়ে ৷ পাকিস্তান বরাবরই সংঘর্ষচুক্তি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে ৷
কাশ্মীর নিয়ে দু’ দেশে রাজৈনতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রবীণ বামনেতা সীতারাম ইয়েচুরি জানান, ‘কাশ্মীরকে নিয়ে যদি কূটনীতিক ও ভারতীয় সেনা আধিকারিকদের মধ্যে রাজনীতির কচাকচি বন্ধ না হয়, তাহলে কাশ্মীরে কখনই শান্তি ফিরবে না ৷ ভারতীয় সেনা ও রাজনীতিকরা যদি একসঙ্গে কাজ না করে, তাহলে কখনই কাশ্মীরে শান্তি আসবে না ৷ ’
গত সপ্তাহেই কাশ্মীর সংঘর্ষচুক্তি লঙ্ঘন করে কাশ্মীর উপত্যকায় হামলা চালায় পাকিস্তান জওয়ান ৷ এই ঘটনায় নিহত হন ভারতীয় এক জওয়ান ৷ মারা গিয়েছেন কাশ্মীরের এক মহিলাও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kashmir, Kashmir News, News, Sitaram Yechuri, Victim