Army Day 2021: সেনা দিবসে দেশের সেনা বাহিনীর প্রশংসায় ট্যুইট শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা

Last Updated:

“সেনা বাহিনী যত বড়ই হোক, সেনাদের আসল শক্তি তাঁদের প্রতি দেশের প্রতিটি নাগরিকের সংবেদনশীলতা এবং নৈতিক সমর্থন।"

#কলকাতা: ভারতের ৭৩তম সেনা দিবস আজ। সেই উপলক্ষ্যে দেশের শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা পোস্ট করলেন ট্যুইটারে। একটি দেশের সঙ্গে সে দেশের সেনা বাহিনীর সম্পর্ক ঠিক কি রকম হওয়া উচিৎ, সে বিষয়ে বলেছেন তিনি নিজের পোস্টে। তিনি লেখেন, “সেনা বাহিনী যত বড়ই হোক, সেনাদের আসল শক্তি তাঁদের প্রতি দেশের প্রতিটি নাগরিকের সংবেদনশীলতা এবং নৈতিক সমর্থন। সৈন্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও পাহারা দিয়ে চলেছেন দেশের সীমানা। সে কারনেই শান্তিতে দৈনন্দিন জীবন কাটাতে পারি আমরা। আজ সেনা দিবসে চলুন তাঁদের জন্য দাঁড়িয়ে হাততালি দিই।”
advertisement
advertisement
দেশের বড় শিল্পপতিদের মধ্যে একজন এই আনন্দ মাহিন্দ্রা। তাঁর দৃঢ় বিশ্বাস, নিজেদের ভবিষ্যতের জন্য, প্রতিটি ভারতীয় যুবকের উচিৎ সামরিক শিক্ষা গ্রহণ করা। গত বছর মে মাসে, সেনাদের উদ্দেশ্যে একটি চিঠিও লিখেছিলেন তিনি। মাহিন্দ্রা লেখেন, “আমি মনে করি, সেনা বাহিনীতে প্রশিক্ষণ শিক্ষিত যুবকদের কাজের ক্ষেত্রে সুবিধে বাড়িয়ে দেবে। সেনাবাহিনীতে নির্বাচনের কঠোর মান এবং তাঁদের প্রশিক্ষণের কথা মাথায় রেখে, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী পেলে খুশি হবে মাহিন্দ্রা গ্রুপ।”
advertisement
এর আগে, যুবকদের সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের কর্তৃপক্ষের তরফে। সেই সূত্র ধরেই মাহিন্দ্রা গ্রুপের সভাপতির এই চিঠি। দেশের প্রতিটি পেশাদার যুবকের তিন বছরের জন্য সেনায় অংশগ্রহণ করার একটি পরিকল্পনা চলছিল এ দেশে, যার নাম ‘ট্যুর অফ ডিউটি।’ প্রসঙ্গত, আনন্দ মাহিন্দ্রা মাঝেমধ্যেই ট্যুইটারে শেয়ার করেন বিভিন্ন ছবি, ভিডিও, জিআইএফ ইত্যাদি। আজ সেনা দিবস উপলক্ষ্যে পোস্ট শেয়ার করায়, অসংখ্য লাইক এবং কমেন্ট পেয়েছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Army Day 2021: সেনা দিবসে দেশের সেনা বাহিনীর প্রশংসায় ট্যুইট শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement