Army Day 2021: সেনা দিবসে দেশের সেনা বাহিনীর প্রশংসায় ট্যুইট শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা
- Published by:Antara Dey
- news18 bangla
Last Updated:
“সেনা বাহিনী যত বড়ই হোক, সেনাদের আসল শক্তি তাঁদের প্রতি দেশের প্রতিটি নাগরিকের সংবেদনশীলতা এবং নৈতিক সমর্থন।"
#কলকাতা: ভারতের ৭৩তম সেনা দিবস আজ। সেই উপলক্ষ্যে দেশের শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা পোস্ট করলেন ট্যুইটারে। একটি দেশের সঙ্গে সে দেশের সেনা বাহিনীর সম্পর্ক ঠিক কি রকম হওয়া উচিৎ, সে বিষয়ে বলেছেন তিনি নিজের পোস্টে। তিনি লেখেন, “সেনা বাহিনী যত বড়ই হোক, সেনাদের আসল শক্তি তাঁদের প্রতি দেশের প্রতিটি নাগরিকের সংবেদনশীলতা এবং নৈতিক সমর্থন। সৈন্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও পাহারা দিয়ে চলেছেন দেশের সীমানা। সে কারনেই শান্তিতে দৈনন্দিন জীবন কাটাতে পারি আমরা। আজ সেনা দিবসে চলুন তাঁদের জন্য দাঁড়িয়ে হাততালি দিই।”
No matter how large or well-equipped it is, an army’s strength is directly proportionate to the emotional & moral support of its country’s citizens. Our soldiers put their lives on the line every day so we can go about our daily lives. Stand & cheer them today.. #IndianArmyDay pic.twitter.com/80OKWRf0rX
— anand mahindra (@anandmahindra) January 15, 2021
advertisement
advertisement
দেশের বড় শিল্পপতিদের মধ্যে একজন এই আনন্দ মাহিন্দ্রা। তাঁর দৃঢ় বিশ্বাস, নিজেদের ভবিষ্যতের জন্য, প্রতিটি ভারতীয় যুবকের উচিৎ সামরিক শিক্ষা গ্রহণ করা। গত বছর মে মাসে, সেনাদের উদ্দেশ্যে একটি চিঠিও লিখেছিলেন তিনি। মাহিন্দ্রা লেখেন, “আমি মনে করি, সেনা বাহিনীতে প্রশিক্ষণ শিক্ষিত যুবকদের কাজের ক্ষেত্রে সুবিধে বাড়িয়ে দেবে। সেনাবাহিনীতে নির্বাচনের কঠোর মান এবং তাঁদের প্রশিক্ষণের কথা মাথায় রেখে, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থী পেলে খুশি হবে মাহিন্দ্রা গ্রুপ।”
advertisement
এর আগে, যুবকদের সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের কর্তৃপক্ষের তরফে। সেই সূত্র ধরেই মাহিন্দ্রা গ্রুপের সভাপতির এই চিঠি। দেশের প্রতিটি পেশাদার যুবকের তিন বছরের জন্য সেনায় অংশগ্রহণ করার একটি পরিকল্পনা চলছিল এ দেশে, যার নাম ‘ট্যুর অফ ডিউটি।’ প্রসঙ্গত, আনন্দ মাহিন্দ্রা মাঝেমধ্যেই ট্যুইটারে শেয়ার করেন বিভিন্ন ছবি, ভিডিও, জিআইএফ ইত্যাদি। আজ সেনা দিবস উপলক্ষ্যে পোস্ট শেয়ার করায়, অসংখ্য লাইক এবং কমেন্ট পেয়েছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 15, 2021 9:40 PM IST