হঠাৎ করে ইন্দ্রানী মুখোপাধ্যায় খবরে! বিস্ফোরক দাবি নিয়ে আদালতে হাজির মেয়ে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
ইন্দ্রানী মুখোপাধ্যায়ের মেয়ে বিধি মুখোপাধ্যায় থাকেন লন্ডনে৷ দীর্ঘ দিন সেখান থেকেই পড়াশোনা করতেন তিনি৷
#মুম্বই: ইন্দ্রানী মুখোপাধ্যায়ের মেয়ে নতুন দাবি নিয়ে গেলেন আদালতের কাছে৷ শিনা বরা হত্যা মামলায় দীর্ঘ দিন ধরে জেলে বন্দি রয়েছেন ইন্দ্রানী৷ ২০১৫ সালে তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ সেই থেকেই জেলে বন্দি রয়েছেন ইন্দ্রানী মুখোপাধ্যায়৷ এ বার তাঁর মেয়েই নতুন দাবি নিয়ে মুখোমুখি হয়েছেন মুম্বইয়ের সিবিআই বিশেষ আদালতে৷
ইন্দ্রানী মুখোপাধ্যায়ের মেয়ে বিধি মুখোপাধ্যায় থাকেন লন্ডনে৷ দীর্ঘ দিন সেখান থেকেই পড়াশোনা করতেন তিনি৷ তিনি ভারতে ফিরছেন আগামী ১০ সেপ্টেম্বর৷ তিনি বলছেন, নিজের মায়ের স্নেহে বঞ্চিত তিনি৷ তাঁর অভিযোগ, ২০১৫ সাল থেকে আমি মায়ের স্নেহ থেকে বঞ্চিত৷ তাই এখন তিনি চান, মায়ের স্নেহ থেকে যেন আর বঞ্চিত না হতে হয়৷ সেই কারণেই তিনি মায়ের কাছে থাকতে চান৷
advertisement
advertisement
ইন্দ্রানীর মেয়ে রজনিত সাংগলের তরফ থেকে যে আবেদন জানিয়েছেন, তিনি বলেছেন, ইন্দ্রানীর সঙ্গে তাঁর মায়ের বিচ্ছেদ তাঁকে বিভিন্ন ভাবে মানসিকভাবে বিদ্ধস্ত করে দিয়েছে৷ এখন তিনি তাঁর ব্যক্তিগত জীবনে বারংবার মানসিক সমস্যার মুখে পড়ছেন৷ পরিস্থিতির সঙ্গে কিছুতেই মানিয়ে নিতে পারছেন না৷ সেই কারণেই তিনি এখন মায়ের সঙ্গে থাকতে চাইছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 6:18 PM IST