প্রেমিককে বিয়ে করতে বাড়ি ছাড়লেন তরুণী, ফিরলেন কার সঙ্গে? গল্প শুনে অবাক পুলিশও

Last Updated:
রেল স্টেশনে করণদীপের সঙ্গে আলাপ হয় শ্রদ্ধার৷
রেল স্টেশনে করণদীপের সঙ্গে আলাপ হয় শ্রদ্ধার৷
হতাশ হয়ে শ্রদ্ধা একাই ট্রেনে উঠে পড়েন৷ রতলম স্টেশনে ট্রেন থেকে নামেন তিনি৷ এর পর স্টেশনের প্ল্যাটফর্মেই একা বসেছিলেন শ্রদ্ধা৷ প্রসঙ্গত, জব উই মেট ছবির সৌজন্যেই এই রতলম স্টেশন বিখ্যাত হয়েছিল৷
শ্রদ্ধাকে একা বসে থাকতে দেখে এগিয়ে আসেন করণদীপ৷ ওই যুবক ইনদওরের একটি কলেজে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করেন৷ শ্রদ্ধাকে একা স্টেশনে দেখে তাঁকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন করণদীপ৷
কিন্তু শ্রদ্ধা মনে মনে ঠিক করেন, বিয়ে করবেন বলে বাড়ি থেকে বেরনোর পর একা তিনি বাড়ি ফিরবেন না৷ তার পরেও শ্রদ্ধাকে বার বার বোঝানোর চেষ্টা করেন করণদীপ৷ যদিও কিছুতেই করণদীপের পরামর্শে রাজি হননি শ্রদ্ধা৷ শেষ পর্যন্ত করণদীপই তাঁকে বিয়ের প্রস্তাব দেন৷ সেই প্রস্তাবে রাজিও হয়ে যান শ্রদ্ধা৷
advertisement
advertisement
শ্রদ্ধা পুলিশকে জানিয়েছেন, রতলম থেকে তাঁরা মাহেশ্বর- মন্ডলেশ্বরের মন্দিরে গিয়ে বিয়ে করেন৷ এর পরে পুআরও কয়েকটি জায়গায় ঘুরে শেষ পর্যন্ত ইনদওরের থানায় হাজির হন শ্রদ্ধা৷ যদিও তাঁর বয়ান পুলিশ মানতে চায়নি৷ বরং নিজের দাবির সমর্থনে ম্যারেজ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ওই তরুণীকে নির্দেশ দিয়েছে পুলিশ৷
শ্রদ্ধার বাবাও মেয়ের এই বয়ান বিশ্বাস করছেন না৷ তবে পুলিশ জানিয়েছে, ওই তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় যাঁকে খুশি জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন৷ তদন্তকারীদেরও সন্দেহ, সম্ভবত করণদীপ এবং শ্রদ্ধা আগে থেকেই পরস্পরকে চিনতেন৷ দু জনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমিককে বিয়ে করতে বাড়ি ছাড়লেন তরুণী, ফিরলেন কার সঙ্গে? গল্প শুনে অবাক পুলিশও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement