প্রেমিককে বিয়ে করতে বাড়ি ছাড়লেন তরুণী, ফিরলেন কার সঙ্গে? গল্প শুনে অবাক পুলিশও

Last Updated:
রেল স্টেশনে করণদীপের সঙ্গে আলাপ হয় শ্রদ্ধার৷
রেল স্টেশনে করণদীপের সঙ্গে আলাপ হয় শ্রদ্ধার৷
হতাশ হয়ে শ্রদ্ধা একাই ট্রেনে উঠে পড়েন৷ রতলম স্টেশনে ট্রেন থেকে নামেন তিনি৷ এর পর স্টেশনের প্ল্যাটফর্মেই একা বসেছিলেন শ্রদ্ধা৷ প্রসঙ্গত, জব উই মেট ছবির সৌজন্যেই এই রতলম স্টেশন বিখ্যাত হয়েছিল৷
শ্রদ্ধাকে একা বসে থাকতে দেখে এগিয়ে আসেন করণদীপ৷ ওই যুবক ইনদওরের একটি কলেজে ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করেন৷ শ্রদ্ধাকে একা স্টেশনে দেখে তাঁকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন করণদীপ৷
কিন্তু শ্রদ্ধা মনে মনে ঠিক করেন, বিয়ে করবেন বলে বাড়ি থেকে বেরনোর পর একা তিনি বাড়ি ফিরবেন না৷ তার পরেও শ্রদ্ধাকে বার বার বোঝানোর চেষ্টা করেন করণদীপ৷ যদিও কিছুতেই করণদীপের পরামর্শে রাজি হননি শ্রদ্ধা৷ শেষ পর্যন্ত করণদীপই তাঁকে বিয়ের প্রস্তাব দেন৷ সেই প্রস্তাবে রাজিও হয়ে যান শ্রদ্ধা৷
advertisement
advertisement
শ্রদ্ধা পুলিশকে জানিয়েছেন, রতলম থেকে তাঁরা মাহেশ্বর- মন্ডলেশ্বরের মন্দিরে গিয়ে বিয়ে করেন৷ এর পরে পুআরও কয়েকটি জায়গায় ঘুরে শেষ পর্যন্ত ইনদওরের থানায় হাজির হন শ্রদ্ধা৷ যদিও তাঁর বয়ান পুলিশ মানতে চায়নি৷ বরং নিজের দাবির সমর্থনে ম্যারেজ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ওই তরুণীকে নির্দেশ দিয়েছে পুলিশ৷
শ্রদ্ধার বাবাও মেয়ের এই বয়ান বিশ্বাস করছেন না৷ তবে পুলিশ জানিয়েছে, ওই তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় যাঁকে খুশি জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন৷ তদন্তকারীদেরও সন্দেহ, সম্ভবত করণদীপ এবং শ্রদ্ধা আগে থেকেই পরস্পরকে চিনতেন৷ দু জনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমিককে বিয়ে করতে বাড়ি ছাড়লেন তরুণী, ফিরলেন কার সঙ্গে? গল্প শুনে অবাক পুলিশও
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement