ট্যাক্সিওয়েতে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি বিমান !

Last Updated:

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় বিপত্তি থেকে বাঁচলেন যাত্রীরা

#নয়াদিল্লি: আজ, মঙ্গলবার যেন দেশের বিমানবন্দরগুলিতে দুর্ঘটনারই দিন ৷ গোয়া বিমানবন্দরের রানওয়েতে জেট এয়ারওয়েজের বিমান টেক অফ করতে গিয়ে পিছলে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বড়সড় বিপত্তি থেকে রক্ষা পেলেন যাত্রীরা ৷ ট্যাক্সি-ওয়েতে মুখোমুখি সংঘর্ষ হওয়া থেকে অল্পের রক্ষা পেল ইন্ডিগো এবং স্পাইসজেটের দুটি বিমান !
IGI বিমানবন্দর সূত্রে খবর, ল্যান্ডিংয়ের পর ট্যাক্সি ওয়েতে যাচ্ছিল ইন্ডিগোর বিমানটি ৷ অন্যদিকে রানওয়েতে টেক অফ করছিল স্পাইসজেটের একটি বিমান ৷ আচমকাই  মুখোমুখি চলে আসে ওই দুটি বিমান ৷ পাইলটদের  তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় বিমান দুটি ৷ ঘটনার তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ৷
ইন্ডিগোর 6E 729 বিমানটি এদিন লখনউ থেকে দিল্লি আসছিল ৷ সবমিলিয়ে ১৭৬ জন যাত্রী ছিলেন ইন্ডিগোর ওই বিমানে ৷ রানওয়েতে নেমেই স্পাইসজেটের বিমান দেখতে পান চালক ৷ এটিসি থেকে সঙ্কেত পেয়েই চালক দ্রুত বিমান থামান  বলে ইন্ডিগো এয়ারলাইন্স সূত্রে খবর ৷
advertisement
advertisement
অন্যদিকে স্পাইসজেটের তরফে এদিন এক বিবৃতিতে জানানো হয়, সংস্থার বিমনাটি দিল্লি থেকে হায়দরাবাদ যাচ্ছিল ৷ এটিসি-র নির্দেশ মতোই রানওয়েতে ছিল বিমান ৷ সেইসময়ই হঠাৎ মুখোমুখি এসে যায় অন্য বিমানটি ৷ স্পাইসজেেটর চালক দ্রুত বিমান থামান ৷ সঙ্গে সঙ্গেই গোটা বিষয়টা এটিসি-কে জানান পাইলট ৷ স্পাইসজেটের কাছে যাত্রীদের সুরক্ষাই অগ্রগণ্য ৷ সমস্ত বিভাগকে তাই সমস্যার কথা জানানো হয়েছে ৷
advertisement
মনে করা হচ্ছে ঘন কুয়াশার জন্য বিমান বন্দরে দৃশ্যমানতা কম ছিল তাই ঘটেছে এই ধরনের ঘটনা ৷ ঘন কুয়াশায় এমনিতেই বিপর্যস্ত দিল্লিতে বিমান পরিষেবা ৷ এদিন সকালে ৮টি আন্তর্জাতিক উড়ানের পাশাপাশি ৭টি অন্তর্দেশীয় উড়ানের ওঠানামাতেও দেরি হয় ৷ বিমান চলাচলের পাশাপাশি ব্যহত রাজধানীর ট্রেন পরিষেবাও ৷ রেল সূত্রে খবর দেরীতে চলছে অন্তত ৩২টি ট্রেন ৷ ঘন কুয়াশার কারণে ইতিমধ্যে বাতিল হয়েছে দুটি ট্রেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্যাক্সিওয়েতে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি বিমান !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement